উত্তরপ্রদেশে পুলিশ ও সরকার অরাজকতা ছড়াচ্ছে, যোগীকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর
লখনউয়ের ঘটনা প্রসঙ্গে বিজেপিকে তোপ দাগলেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ লখনউতে এক সাংবাদিক সম্মেলনে লখনউয়ের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে প্রিয়াঙঅকা অভিযোগ করেন যে উত্তরপ্রদেশে কোনও আইনশৃঙ্খলার পরিস্থিতি নেই। রাজ্যে এখন শুধু অরাজকতা বিরাজ করছে।

লখনউয়ের ঘটনা
২৮ ডিসেম্বর লখনউতে প্রাক্তন আইপিএস এবং সামাজিক কর্মী এসআর দারাপুরির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। ১৯ ডিসেম্বর লখনউয়ে বিক্ষোভের জেরে হিংসার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন তিনি।৭৬ বছর বয়সী ক্যান্সারের রোগীকে দাঙ্গার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে বাধা দেয় প্রিয়াঙ্কাকে। গাড়ি থামানোর পর তাঁকে ধাক্কা দেওয়া হয় বলেও অভিযোগ।

রাজ্যপালকে চিঠি প্রিয়াঙ্কার
এই প্রসঙ্গেই আজ নিজের রাগ উগড়ে দেন প্রিয়াঙ্কা। তিনি আজ জানান, বিষয়টি বিশদে জানিয়ে উত্তরপ্রদেশের রাজ্যপালকে চিঠি লিখেছেন। পাশাপাশি প্রিয়াঙ্কা আজ অভিযোগ করেন যে উত্তরপ্রদেশ পুলিশ ও সরকার ভুল খবর ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছএ। তাছআড়া সাধারণ মানুষের উপর পুলিশ অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ অভিযোগ জানাতে গেলে তাঁদের আটকানো হচ্ছে।

'পুলিশ ক্রমাগত হুমকি দিচ্ছে'
আজ প্রিয়াঙ্কা বলেন, 'সিএএ বিরোধী আন্দোলনে যে যে ব্যক্তি পুলিশের গুলিতে মারা যায় তাদের পরিবারকে উত্তরপ্রদেশ পুলিশ ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। আজকের এই সরকার থেকে উত্তরপ্রদেশের যুব সমাজ ভীত সন্ত্রস্ত। এমন কী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রদর্শ করা ছাত্রদেরও জেলে বন্দি করেছে পুলিশ।'

যোগীর সমালোচনায় প্রিয়াঙ্কা
যোগী আদিত্যনাথের সমালোচনা করে প্রিয়াঙ্কা বলেন, 'এই প্রথমবার ভারতের ইতিহাসে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে। রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। পুলিশ অরাজকতায় মেতেছে। আমি আমার নিরাপত্তা নিয়ে ভাবছি না। আমি সাধআরণ মানুষকে নিয়ে ভাবছি। রাজ্য সরকার ও পুলিশ আইন বহির্ভুত কাজ করছে। যার জেরে রাজ্যে অরাজকতা ছড়িয়েছে।'