For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ছাড়তেই গ্রেফতারি পরোয়ানা স্বামী প্রসাদের বিরুদ্ধে! রণনীতিতে বড়সড় বদল শাহ-নাড্ডার

ভোটের দিন যত এগিয়ে আসছে তত চড়ছে রাজনৈতিক পারদ! বিশেষ করে উত্তরপ্রদেশজুড়ে (Uttar Pradesh Assembly Election 2022) একের পর এক খেলা ঘটেই চলছে। গত ২৪ ঘন্টা আগেই যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন স্বামী প্রসাদ মৌর্য (Swami Pras

  • |
Google Oneindia Bengali News

ভোটের দিন যত এগিয়ে আসছে তত চড়ছে রাজনৈতিক পারদ! বিশেষ করে উত্তরপ্রদেশজুড়ে (Uttar Pradesh Assembly Election 2022) একের পর এক খেলা ঘটেই চলছে। গত ২৪ ঘন্টা আগেই যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন স্বামী প্রসাদ মৌর্য (Swami Prasad Maurya)।

রণনীতিতে বড়সড় বদল শাহের

আর বিজেপি ছাড়তেই বিধায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। MP-MLA Court- সম্প্রতি এই নির্দেশ জানিয়েছে। ২০১৪ সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মামলায় সুলতানপুর কোর্ট স্বামী প্রসাদ মৌর্যকে ২৪ জানুয়ারির মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।

জানা যাচ্ছে, পুরো ঘটনায় ২০১৪ সালের। সেই সময়ে প্রাক্তন এই মন্ত্রী হিন্দু দেব-দেবতাদের নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিল। এই মামলায় বুধবার স্বামী প্রসাদকে আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু হাজিরা এড়িয়ে যান। আর এরপরেই বিচারক প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার নির্দেশ শোনান। আগামী ২৪ জানুয়ারি তাঁকে আদালতে হাজিরা দিতেই হবে। এমনটাই জানা যাচ্ছে। তবে ভোটের মুখে এই ঘটনায় রীতিমত প্রশ্নের মুখে স্বামী প্রসাদ। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

অন্যদিকে একের পর এক বিধায়কের দল ছাড়ার ঘটনায় রীতিমত ল্যাজে গোবরে গোবলয়ে বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের বিজেপির কোর কমিটি উচ্চ পর্যায়ের একটি বৈঠকে বসেন।

একদিকে যখন কোর কমিটির বৈঠক চলছে তখন আরও এক বিজেপি বিধায়কের পদত্যাগের খবর সামনে আসে। এই অবস্থায় উত্তরপ্রদেশের রণনীতিতে বেশ কিছু বদল আনতে চায় শাহ-নাড্ডারা। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি দেখছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও অনেক কিছুকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জানা যাচ্ছে, প্রথম দফার ভোট অর্থাৎ ১০ ফেব্রুয়ারি'র ভোটের জন্যে চূড়ান্ত হয়ে গিয়েছে বিজেপির প্রার্থী তালিকা। ১১৮টি আসনে টিকিট কে কে পাবেন সেই সংক্রান্ত লিস্ট নাকি চূড়ান্ত। আর তাতে একাধিক পুরানো মুখ বাতিল হতে চলেছে বলেই খবর। শুধু তাই নয়, বেশ কয়েকজন বিধায়কের আসনও বদল হতে পারে বলে জানা যাচ্ছে। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু ঘোষণা করা হয়নি। তবে একের পর এক বিজেপি বিধায়কের বিদ্রোহে যে শীর্ষ নেতৃত্ব কেঁপে গিয়েছে তা কার্যত স্পষ্ট!

উল্লেখ্য, স্বামী প্রসাদ মৌর্যের পর আজ বুধবার বিজেপি ছাড়লেন দারা সিংহ চৌহান। ২০১৭ সালের বিধানসভা ভোটে জিতে সে রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী হন। শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়ে গুরু দায়িত্ব পান তিনি। এবার ভোটের মুখে পালটি খেলেন তিনিও।

English summary
Uttar Pradesh Assembly Election 2022: arrest warrant against Swami Prasad Maurya after he quits Yogi's cabinet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X