For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP election 2022: মাফিয়াদের টিকিট দেয় সমাজবাদী পার্টি, অখিলেশের দলকে তীব্র নিশানা অমিত শাহের

UP election 2022: মাফিয়াদের টিকিট দেয় সমাজবাদী পার্টি, অখিলেশের দলকে তীব্র নিশানা অমিত শাহের

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের ভোট নিয়ে সুর চড়াতে শুরু করেছে বিজেপি। মোদী একের পর এক কর্মসূচির উদ্বোধনের পর ময়দানে নেমেছেন অমিত শাহ। বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী মিত শাহ অখিলেশের দলকে নিশানা করে বলেছেন। তিনি বলেছেন উত্তর প্রদেশে মাফিয়াদের হয় জেলে দেখা যায় না হলে সমাজবাদী পার্টির প্রার্থী তালিকায় দেখা যায়।

অখিলেশের দলকে তীব্র নিশানা অমিত শাহের

অটরৌলিতে নির্বাচনী প্রচারে গিয়েছিসেন অমিত শাহ। সেখানেই তিনি একের পর এক আক্রমণ শানান সমাজবাদী পার্টির বিরুদ্ধে। যোগী আদিত্যনাথের প্রশংসা করে অমিত শাহ বলেছেন, বিজেপি সরকারের শাসনকালে উত্তর প্রদেশের মাফিয়ারাজের অবসান ঘটেছে। জেলে রয়েছে মাফিয়ারা। এতদিন মাফিয়া রাজ চলত উত্তর প্রদেশে। উত্তর প্রদেশে এখন গ্যাংস্টাররা জেলে রয়েছে।

যোগীর প্রশংসার পাশাপাশি যোগী অখিলেশ যাদবকে তীব্র নিশানা করেছেন অমিত শাহ। তিনি অভিযোগ করেছেন সমাজবাদী পার্টি টিকিট দেয় মাফিয়াদের। সেকারণেই যোগীর শাসনের আগে উত্তর প্রদেশে কেবল মাফিয়া রাজ চলত। আর এখনমাফিয়ারা জেলে রয়েছে। উত্তর প্রদেশের আইন এবং প্রশাসন নিয়ে একের পর এক মিথ্যেকথা বলে চলেছেন অখিলেশ যাদব। প্রসঙ্গত উল্লেখ্য অখিলেশের সঙ্গে এবার হাত মিলিয়েছে আরএলডি। আরএলডি সুপ্রিমোকে বিজেপির সঙ্গে হাত মেলানোর বার্তা দিয়েছেন অমিত শাহ। তাতে আমোল দিতে রাজি নন আরএলডি সুপ্রিমো জয়ন্ত চৌধুরী। তিনি জানিয়েছেন, বিজেপির সঙ্গে তিনি হাত মেলাবেন না। অমিত শাহ আগে মৃত কৃষকদের পরিবারকে আমন্ত্রণ জানিয়ে দেখান। তিনি অভিযোগ করেছেন আরএলডির সঙ্গে সমাজবাদী পার্টি হাত মিলিয়েছে অথচ কোথাও দেখা যাচ্ছে না জয়ন্ত চৌধুরীকে। কেবল মাত্র দেখা যাচ্ছে আজম খান আতিক আহমেদের মত নেতাকে। তাঁদেরই অখিলেশের সঙ্গে একমঞ্চে দেখা যাচ্ছে। এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত শাহ।

জাঠ ভোট টানতে জয়ন্ত চৌধুরীকে দলে টানতে চাইছে বিজেপি। এই নিয়ে জাঠ নেতাদের সঙ্গে আলোচনাও করেছেন অমিত শাহ। কিন্তু তাতে কোনও সুফল মেলেনি। তাই বারবারই জয়ন্ত চৌধুরীর কাছে বার্তা পাঠাচ্ছেন তিনি। কিন্তু তাতে কতটা সফল হবেন তিনি তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না।তবে এবার যে যোগীর জনপ্রিয়তা অনেকটাই কমেছে তাতে কোনও সন্দেহ নেই। বিজেপি ক্ষমতায় আসলেও ভোট কমবে। এদিকে ভোটের দিন ঘোষণার পরেই একের পর এক বিজেপি নেতা দল ছেড়েছেন। তাঁরা সমাজাবাদী পার্টিতে যোগ দিয়েছেন।

English summary
Uttar Pradesh assembly election 2022 update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X