For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনের জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র পরীক্ষা, নতুন তারিখ ঘোষণা ২০শে মে

করোনা লকডাউনের জেরে পিছিয়ে গেল ইউপিএসসি-র পরীক্ষা, নতুন তারিখ ঘোষণা ২০শে মে

  • |
Google Oneindia Bengali News

লকডাউনে থমকে গোটা দেশ। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ৪ঠা মে থেকেই দেশজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। শেষ হবে আগামী ১৭ই মে। এই পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হল ইউপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা।

নতুন দিনক্ষণ ঘোষণা ২০শে মে

নতুন দিনক্ষণ ঘোষণা ২০শে মে

পূর্ববর্তী সূচী অনুসারে এই পরীক্ষা হওয়ার কথা ছিল আগামী ৩১শে মে। কিন্তু বর্তমানে এই বিষয়ে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত পরীক্ষায় স্থগিতাদেশ দিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ২০শে মে নতুন তারিখ ঘোষণা হবে বলে জানানো হয়েছে।

নতুন সূচীও মিলবে ওয়েবসাইটেই

নতুন সূচীও মিলবে ওয়েবসাইটেই

এদিকে সিভিল সার্ভিস ২০২০(প্রিলিমিনারি), ইঞ্জিনিয়ারিং সার্ভিস( মেন), জিওলজিস্ট সার্ভিস(মেন) পরীক্ষার দিন প্রত্যেক বছরের মতো এবছরও অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমানে লকডাউনের জেরে তা থমকে যাওয়ায় নতুন পরীক্ষা সূচী ইউপিএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

ওয়েবসাইটে জারি নতুন বিজ্ঞপ্তি

সূত্রের খবর, সোমবার অরবিন্দ সাকসেনার সভাপতিত্বে ইউপিএসসির উর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠক বসে। সেখানেই আপাতত পরীক্ষায় স্থগিতাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে সরকারি ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে গত মাসে ইউপিএসসি-র ইন্টারভিউয়ের ডেটও পিছিয়ে যেতে দেখা যায়।

English summary
upsc exams postponed due to corona lockdown will declare a new date on 20th may
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X