For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগীরাজ্যে সাম্প্রয়িক দাঙ্গা সংক্রান্ত মামলা নিয়ে এই পদক্ষেপ বিজেপি সরকারের

উত্তর প্রদেশে ২০১৩ সালে ভয়াবহ দঙ্গার আগেনে জ্বলে ওঠে মুজাফ্ফরনগর। সেই ঘটনায় ১৩১ টি মামলা তুলে নিতে চলেছে যোগী সরকার।

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে ২০১৩ সালে ভয়াবহ দঙ্গার আগেনে জ্বলে ওঠে মুজাফ্ফরনগর। সেই ঘটনায় ১৩১ টি মামলা তুলে নিতে চলেছে যোগী সরকার। উল্লেখ্য়, দায়ের হওয়া মামলাগুলির মধ্যে ১৩ টি খুনের মামলা সহ ১১ টি হত্যার চেষ্টার মামলা রয়েছে।

যোগীরাজ্যে সাম্প্রয়িক দাঙ্গা সংক্রান্ত মামলা নিয়ে এই পদক্ষেপ বিজেপি সরকারের

গত ৫ ফেব্রুয়ারি, উত্তর প্রদেশের স্থানীয় খাপ পঞ্চায়েত নেতা ,বিজেপি সাংসদ সঞ্জীব বল্যান, বিধায়ক উমেশ মালিক এবিষয়ে বৈঠক করেন যোগী আদিত্যনাথের সঙ্গে । তারপরই উত্তর প্রদেশের যোগী সরকারের আইনমন্ত্রক মুজাফ্ফরনগর দাঙ্গায় ১৩১ টি মামলা তুলে নেওয়ার বিষয়ে উদ্যোগ নেয়। মুজাফ্ফরনগর প্রশাসনের কাছে এই বিষয়ে ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে। প্রাসঙ্গিকভাবে জানা গিয়েছে এই দাঙ্গাগুলির ঘটনায় সমস্ত অভিযুক্তরা গেরুয়া শিবিরের সদস্য। এই মামলায় কেউ দোষী প্রমাণিত হলে, তাঁদের ন্যূনতম ৭ বছরের জেলের সাজা হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, ২০১৩ সালে মুজাফ্ফরনগর দাঙ্গাতে ৬২ জন নিহত হন। সেই সময় উত্তর প্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি ৫০০টি মামলা দায়ের করেছিল এই দাঙ্গা ঘিরে। এবার সেই মামলাগুলির মধ্যে ১৩১ টি মামলা তুলে নেওয়া হচ্ছে। যদিও বিজেপি সরকারের এই পদক্ষেপে ক্ষুব্ধ সমাজাবাদীপার্টি।

English summary
Yogi government decides to withdraw 131 cases of 2013 Muzaffarnagar riots.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X