For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP election 2022: ভোটের আগে জোটে ধাক্কা সমাজবাদীপার্টিতে, আসন ফিরিয়ে দিলেন শরিকরা

UP election 2022: ভোটের আগে জোটে ধাক্কা সমাজবাদীপার্টিতে, আসন ফিরিয়ে দিলেন শরিকরা

Google Oneindia Bengali News

ভোট যত এগিয়ে আসছে তত নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে সমাজবাদী পার্টিতে। শরিকদের সঙ্গে হঠাৎ করেই প্রবল বিবাদ তৈরি হয়েছে। অসন্তুষ্ট শরিকরা আসন ফিরিয়ে দিচ্ছেন বলে খবর। আপনাদল (কামেরাওয়াদি) শরিকরা এতটাই অসন্তুষ্ট হয়েছে অখিলেশের দলের প্রতি যে ভেটোর কয়েকদিন মাত্র আগে ১৮টি আসন সমাজবাদী পার্টিকে ফিরিয়ে দিয়েছে।

শরিকি দ্বন্দ্ব সমাজবাদী পার্টিতে

শরিকি দ্বন্দ্ব সমাজবাদী পার্টিতে

শরিকি দ্বন্দ্ব বেড়েই চলেছে সমাজবাদী পার্টিতে। আরএলডি ছাড়াও আপনা দল(কামেরাওয়াদি)-র সঙ্গে জোট গড়েছিল সপা। আসন ভাগাভাগি চূড়ান্ত হয়ে গিয়েছিল। ১৮টিআসন আপনাদল (কামেরাওয়াদি)-কে ছেড়েছিল সপা। কিন্ত ভোট যত এগিয়ে আসছে তত বিপদ বাড়ছে। শরিকদের সঙ্গে বিবাদ। এলাহাবাদ পশ্চিমে নতুন প্রার্থী ঘোষণা করেছে সমাজাবাদী পার্টি। তাতেই প্রবল ভাবে অসন্তুষ্ট শরিক আপনাদল(কামেরাওয়াদি)। তারা স্পষ্ট জানিয়েছেন এভাবে কিছুতেই চলবে না। করান সেই কেন্দ্রটি তাঁদের। ওই একই দিনে আবার আপনাদলের নেত্রী পল্লবী পাটেলকে শিরাথু কেন্দ্রে প্রার্থী করেছে। সেই কেন্দ্রে হয় তাঁর নিজের দলের প্রতীকে লড়বেন না হলে সমাজবাদী পার্টির প্রতিকে লড়তে হবে তাঁকে। তারপরেই আপনাদলে অসন্তোষ তৈরি হয়েছে।

অসন্তুষ্ট শরিক ফিরিয়ে দিল আসন

অসন্তুষ্ট শরিক ফিরিয়ে দিল আসন

এলাহাবাদ পশ্চিম কেন্দ্রে সমাজবাদী পার্টি প্রার্থী ঘোষণার পরেই আপনাদলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দ্রুত তারা সমাজবাদী পার্টির দেওয়া সাতটি আসন ফিরিয়ে দিতে চান। পিন্ডারা, মারিয়াহু, মারিহান, ঘোরাভাল, প্রতাপগড় সদর এবং এলাহাবাদ পশ্চিম কেন্দ্রেটি সমাজবাদী পার্টিকে ফিরিয়ে দেবে। এই কেন্দ্রগুলিতে ভোট রয়েছে ২৭ ফেব্রুয়ারি। আর বাকি কেন্দ্র গুলিতে ভোট রয়েছে ৭ মার্চ।

কী বার্তা দিল আপনাদল

কী বার্তা দিল আপনাদল

আপনা দল (কামেরাওয়াদি)-র সাধারণ সম্পাদক জানিয়েছেন, আমরা শরিকদের সঙ্গে কোনও রকম বিবাদ চাই না। সেকারণেই সমাজবাদী পার্টি তাঁদের যেকটি আসন দিয়েছিল সেকটি আসন ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। তবে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বহাল রাখবেন তাঁরা এবং ভোটে সমাজবাদী পার্টির হলেই প্রচার করবেন বলে জানিয়েছেন। কিন্তু তাতে রাজনৈতিক অসন্তোষ কমবে বলে মনে হয় না। নতুন করে চাপ বাড়বে তাঁদের উপরে।

 আরএলডিকে টানার চেষ্টা বিজেপি

আরএলডিকে টানার চেষ্টা বিজেপি

আরএলডিকে দলে টানার চেষ্টা করছে বিজেপি। অমিত শাহ আরএলডি সুপ্রিমো জয়ন্ত চৌধুরীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অমিত শাহ। কিন্তু সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন জয়ন্ত চৌধুরী। উল্টে অমিত শাহকে নিশানা করে বলেছেন আগে মৃত কৃষকদের পরিবারকে আমন্ত্রণ জানান তিনি। তারপরে বলবেন। এই নিয়ে জাঠদের সঙ্গে বৈঠক করেছেন অমিত শাহ। জাঠদের ভোট পেতে জয়ন্ত চৌধুরীকে দলে টানতে চাইছে বিজেপি। বারবার তাই তিনি দাবি করে চলেছেন যে জয়ন্ত চৌধুরী সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়ে ভুল করেছেন।

English summary
Uttar Pradesh assembly election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X