For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

UP Election 2022: মমতার পথে হেঁটেই উত্তর প্রদেশের জন্য প্রতিশ্রুতি অখিলেশের! সঙ্গে রয়েছে ঘি-এর চমক

UP Election 2022: মমতার পথে হেঁটেই উত্তর প্রদেশের জন্য প্রতিশ্রুতি অখিলেশের! সঙ্গে রয়েছে ঘি-এর চমক

  • |
Google Oneindia Bengali News

উত্তর প্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022) দুদফার নির্বাচন হয়ে গিয়েছে। এখনও বাকি পাঁচ দফা। প্রচার চলছে জোরদার। কৃষকদের জন্য নয়া প্রতিশ্রুতি বিজেপির (BJP) শীর্ষ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। কম যান না প্রতিদ্বন্দ্বী অখিলেশ যাদবও (Akhilesh Yadav)। এবার তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথে হেঁটেই প্রতিশ্রুতি দিলেন। বললেন, বিজেপি সরকার ফের ক্ষমতায় আসলে ফ্রি রেশনটাই (Ration) বন্ধ করে দেবে।

ফ্রি রেশন মার্চ পর্যন্ত

ফ্রি রেশন মার্চ পর্যন্ত

রায়বরেলিতে করা দলীয় সমাবেশে অখিলেশ যাদব এদিন বলেছেন, গরিব যাঁরা রেশন পান, তাঁরা নির্বাচন পর্যন্তই পাবেন। নির্বাচনের পরে তা আর পাওয়া যাবে না। আগে নভেম্বর পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু পরে যখন উত্তর প্রদেশের নির্বাচনের কথা ঘোষণা করা হয়, তখন বলা হয়, মার্চ পর্যন্ত তা দেওয়া হবে। তিনি নিজের মন্তব্যের সমর্থনে বলেছেন, দিল্লির মোদী সরকারের বাজেটে রেশনের জন্য আলাদা করে অর্থ বরাদ্দ করা হয়নি। কারণ তারা জানেই নির্বাচন মার্চেই শেষ হয়ে যাবে।

 এবার ঘি দেওয়ার প্রতিশ্রুতি

এবার ঘি দেওয়ার প্রতিশ্রুতি

অখিলেশ যাদব বলেছেন, সমাজবাদী পার্টি আগেও রেশন দিয়েছে। সেই উদাহরণ টেনে তিনি বলেছেন, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সরকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই গরিবদের জন্য ফ্রি রেশন দেওয়া হবে। এর সঙ্গে সর্ষের তেল এবং বছরে দুটি সিলিন্ডারও দেওয়া হবে। পাশাপাশি গরিব জনগণের স্বার্থের দিকে নজর রেখে এক কেজি ঘি-ও দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
অখিলেশের অভিযোগ, বিজেপি সরকার যে রেশন দেয় তার গুণমান খুব একটা ভাল নয়। তিনি অভিযোগ করেছেন নুনের মধ্যে কাঁচের মতো জিনিসও পাওয়া গিয়েছে সেখানে।

সরকারি চাকরির প্রতিশ্রুতি

সরকারি চাকরির প্রতিশ্রুতি

অখিলেশ যাদব এদিন বেকার যুবকদের সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, উত্তর প্রদেশে ১১ লক্ষ পদ ফাঁকা রয়েছে। সমাজবাদী সরকার রাজ্যে ক্ষমতায় আসলে সেইসব পদ পূরণ করা হবে।
সমাজবাদী পার্টি নেতা বলেছেন, বিজেপির নেতারা বাড়িত বাড়িতে গিয়ে প্রচার করেছেন। তাঁদের সিনিয়র নেতারা প্রচারপত্র বিলি করেছেন। কিন্তু সেই ধরনের প্রচার এখন থেমে গিয়েছে। কেননা গ্রামে প্রচারের সময় সাধারণ মানুষ ফাঁকা সিলিন্ডার দেখিয়েছেন তাঁদের। ফাঁকা সিলিন্ডার দেখানোর দিন থেকে ওই প্রচার বন্ধ হয়ে গিয়েছে।

 আইন শৃঙ্খলা নিয়ে নিশানা

আইন শৃঙ্খলা নিয়ে নিশানা

যোগী সরকারের আইনশৃঙ্খলা নিয়েও কটাক্ষ করেছেন অখিলেশ যাদব। তিনি অভিযোগ করেছেন, সব থেকে বেশি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে যোগী আদিত্যনাথ সরকারের সময়ে। তিনি আরও অভিযোগ করেছেন, দুর্নীতিও দ্বিগুণ হয়েছে ডাবল ইঞ্জিন সরকারের সময়ে।

English summary
UP Election 2022: Akhilesh Yadav gives promises free ration like Mamata Banerjee and 1kg of Ghee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X