For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট ব্যাঙ্কের জন্যই শ্রদ্ধা ওয়াকার হত্যায় নীরব, প্রিয়াঙ্কা গান্ধীকে কটাক্ষ উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর

উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোট ব্যাঙ্কের জন্যই শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলায় নীরব প্রিয়াঙ্কা গান্ধী,

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য রবিবার কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভঢরাকে কটাক্ষ করেন। তিনি প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা গান্ধী কেন এখনও শ্রদ্ধা ওয়াকার হত্যা ঘটনায় মুখ খোলেননি। তিনি বলেন, ভোট ব্যাঙ্কের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা গান্ধী চুপ রয়েছেন। তাঁর বিরুদ্ধে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণের অভিযোগ আনেন।

প্রিয়াঙ্কা গান্ধীকে কটাক্ষ

প্রিয়াঙ্কা গান্ধীকে কটাক্ষ

গুজরাতের সুরাতে বিজেপি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। সেখানে তিনি বলেন, শ্রদ্ধা ওয়াকারের হত্যার ঘটনায় প্রিয়াঙ্কা গান্ধী একটি শব্দও খরচ করেননি। কারণ তিনি মুসলিম ভোট ব্যাঙ্ককে বিপন্ন করতে চান না। তিনি অভিযোগ রেন গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস সব থেকে বেশি ভোটের রাজনীতি করেন। কংগ্রেস হল দুর্নীতির জননী। কংগ্রেসের পতনের জন্য তাদের দুর্নীতি ও মুসলিম তোষণের নীতি দায়ী। রাজ্য ও দেশের জনগণ তাঁদের দুর্নীতির রাজনীতি এবং তোষণের রাজনীতি প্রত্যাখ্যান করেছে।

কংগ্রেসের বিরুদ্ধে ভোট ব্যাঙ্কের রাজনীতির অভিযোগ

কংগ্রেসের বিরুদ্ধে ভোট ব্যাঙ্কের রাজনীতির অভিযোগ

গুজরাতের কংগ্রেস বিধায়ক চন্দনজি ঠাকুর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেই প্রসঙ্গে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসকে কেবল মাত্র মুসলিমরাই বাঁচাতে পারবে। তিনি কংগ্রেসকে ভারতের স্বাধীনতা সংগ্রামে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, কংগ্রেস স্বাধীনতা সংগ্রামে বল্লভ ভাই প্যাটেলের অবদান সব সময় উপেক্ষা করে।

শ্রদ্ধা ওয়াকারের নৃশংস হত্যাকাণ্ড

শ্রদ্ধা ওয়াকারের নৃশংস হত্যাকাণ্ড

দিল্লিতে শ্রদ্ধা ওয়াকারকে নৃশংস হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে উঠছেন দেশবাসী। শ্রদ্ধা ওয়াকারকে তাঁর লিভ ইন পার্টনার আফতাব পুনওয়ালা শ্বাসরোধ করে খুন করে। তাঁর ৩৫টি টুকরো করে ফ্রিজে রাখেন। ১৮ দিন ধরে সেই টুকরোগুলো জঙ্গলে ফেলে দেয়। এই নৃশংস হত্যার ঘটনা নিয়ে ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে। পুলিশ দিল্লির ফ্ল্যাট থেকে ইতিমধ্যে অস্ত্র উদ্ধার করেছে, যার সাহায্যে শ্রদ্ধা ওয়াকারকে হত্যা করা হয়। পুলিশ গুরুগ্রামে আফতাবের অফিস থেকে একটি প্ল্যাস্টিকের ব্যাগ উদ্ধার করেছে। কিন্তু সেখানে কী রয়েছে, তা এখনও জানানো হয়নি। মে মাসে মুম্বই থেকে দিল্লিতে আসেন আফতাব ও শ্রদ্ধা। জানা যায় দিল্লিতে আসার চার দিনের মাথায় আফতাব তাঁকে হত্যা করে।

গুজরাতে রাজনৈতিক দলগুলোর জোর প্রচার

গুজরাতে রাজনৈতিক দলগুলোর জোর প্রচার

নির্বাচন কমিশনের দিন ঘোষণার পরেই গুজরাতে রাজনৈতিক দলগুলো জোর প্রচার শুরু করেছে। মোদী তিন দিনের সফরে গুজরাতে গিয়েছেন। সৌরাষ্ট্রকে কেন্দ্র করে তিনি প্রচার করেন। অমিত শাহও রবিবার গুজরাতে একাধিক প্রচার করেন। অন্যদিকে, কংগ্রেসও জোর প্রচার শুরু করেছে। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা সাময়িকভাবে স্থগিত রেখে গুজরাতে কংগ্রেসের প্রচারে যোগ দেবেন। অন্যদিকে, আপের তরফেও জোর প্রচার চালানো হচ্ছে।

English summary
Due to vote bank UP deputy CM claims Priyanka Gandhi silent on Shradha Waker murder case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X