For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনলক ৫: অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে নয়া নির্দেশ, একনজরে নিয়মাবলী

আনলক ৫: অক্টোবরের লকডাউনের নয়া নিয়মাবলী একনজরে

  • |
Google Oneindia Bengali News

৩০ সেপ্টেম্বর রাতেই কেন্দ্রের তরফে আনলক ৫ এর নয়া নিয়ম ঘোষিত হয়েছে। এই নিয়ম ১ অক্টোবর থেকে লাগু হচ্ছে। অক্টোবর মাসের লকডাউনের মধ্যে কী কী নিয়ম লাগু হল , দেখে নেওয়া যাক। লকডাউন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত লাগু থাকবে।

 খুলল সিনেমা হল

খুলল সিনেমা হল

সিনেমা হল, মাল্টি প্লেক্স , থিয়েটার খুলে দেএয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেন্দ্র জানিয়েছে ৫০ শতাংশ আসন ব্যবহার করে এই জায়গাগুলি খুলতে হবে। ছাড় রয়েছে ব্যবসায়িক প্রদর্শনীতে। এটি ১৫ অক্টোবরের পর থেকে খোলা হবে।

 সুইমিং পুল খোলা হল

সুইমিং পুল খোলা হল

খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য যে সুইমিং পুল রয়েছে তা এবার খোলা হবে। তবে এই সুইমিং পুলগুলিকে বিশেষ কিছু বিধি নিষেধ মেনে চলতে হবে। খোলা হবে এন্টারটেইমেন্ট পার্ক।এটি ১৫ অক্টোবরের পর থেকে খোলা হবে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বার্তা

শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বার্তা

স্কুল ও কোচিং সেন্টার খোলা নিয়ে ১৫ অক্টোবরের পর রাজ্য ও কোন্দ্র শাসিত অঞ্চলগুলি সিদ্ধান্ত নিতে পারবে। স্কুল ও প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে স্থির করতে হবে রূপরেখা। অনলাইন ক্লাসের সুযোগ রেখে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে রাখতে হবে সোশ্যাল ডিসটেন্সিং বিধি।

 স্কুলে আসা বাধ্যতামূলক নয়

স্কুলে আসা বাধ্যতামূলক নয়

কেন্দ্র জানিয়েছে অভিভাবকের চিঠি নিয়েই পড়ুয়ারা স্কুলে আসতে পারবে। স্কুলে আসা বাধ্যতামূলক নয়।তবে অনলাইনে শিক্ষকতাকেই কেন্দ্র বেশি জোর দিচ্ছে এক্ষেত্রে। স্কুল ও ছাত্রদের বিষয়টি যাতে স্বাস্থ্যবিঝির আওতায় থাকে, তা নিয়ে রাজ্যগুলিকতে রূপরেখা তৈরি করতে বলা হয়েছে।

 স্কুল খোলা নিয়ে নির্দেশিকা

স্কুল খোলা নিয়ে নির্দেশিকা

পড়ুয়াদের স্বাস্থ্য বিধি মেনে স্কুলগুলিকে খুলতে হবে। এরজন্য বিশেষ এসওপি লাগু থাকবে। সেই এসওপি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট প্রশাসন তৈরি করবে। স্কুল খোলার সময় কখন নির্দিষ্ট হবে তা নিয়ে কেন্দ্রীয় উচ্চশিক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নেবে।

English summary
Unlock 5, Government releases new rule for October Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X