For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2022: নেহরুর জন্য বঞ্চিত হয়েছে গোয়া, ভোটের আগে রাজ্যসভায় তীব্র নিশানা মোদীর

Union Budget 2022: নেহরুর জন্য বঞ্চিত হয়েছে গোয়া, ভোটের আগে রাজ্যসভায় তীব্র নিশানা মোদীর

Google Oneindia Bengali News

আর কয়েকদিন পরেই গোয়ায় বিধানসভা নির্বাচন তার ঠিক আগেই রাজ্যসভায় গোয়া নিয়ে চাঞ্চল্য কর তথ্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের জন্যই গোয়া অনেক দিন পিছিয়ে পড়েছিল এবং গোয়া পড়ে স্বাধীনতা পেেয়ছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি তীব্র নিশানা করে বলেছেন নেহরুর সিদ্ধান্তহীনতার মাশুন দিয়েছে গোয়ার মানুষ।

গোয়া নিয়ে কংগ্রেসকে নিশানা মোদীর

গোয়া নিয়ে কংগ্রেসকে নিশানা মোদীর

গোয়ার পিছিয়ে পড়েছিল কংগ্রেসের জন্য। জওহরলাল নেহরুর সিদ্ধান্ত হীনতার জন্যই গোয়া অনেক পড়ে ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েছিল বলে রাজ্যসভায় অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেকারণেই গোয়ার মানুষ পিছিয়ে পড়েছিলেন। তাঁদের উন্নয়ন থমকে গিয়েছিল। গোয়ার প্রতি অবিচার করেছে গান্ধী পরিবার । প্রকাশ্যে এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত উল্লেখ্য সামনেই গোয়ায় বিধানসভা নির্বাচন। এবং সেখানে বেশ চাপে রয়েছে বিজেপি। একাধিক বিজেপি নেতা বিক্ষুব্ধ হয়ে দল ছেড়েছেন।

কংগ্রেসেকে নিয়ন্ত্রণ করছে আর্বান নকশালরা

কংগ্রেসেকে নিয়ন্ত্রণ করছে আর্বান নকশালরা

কংগ্রেস যেভাবে প্রকাশ্যে দেশের নাম বদনাম করছে তা অত্যন্ত নিন্দনীয় বলে রাজ্যসভায় অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস আর্বান নকশালদের ভাষায় এখন কথা বলছেন বলে জানিয়েছেন তিনি। কংগ্রেসের মাথায় এখন আর্বান নকশানদের ভুত চেপেছে। কংগ্রেসকে তারাই ব্যবহার করছে। তাই তাদের সুরে কথা বলছে কংগ্রেস। তীব্র নিশানায় বিঁধেছেন তিনি কংগ্রেসকে। রাহুল গান্ধীর নাম না করেই তাঁকে নিশানা করে মোদী বলেছেন একজনের ব্যর্থতার জন্য গোটা দেশকে দায়ী করা যায় না।

দেশকে বদনাম করছে কংগ্রেস

দেশকে বদনাম করছে কংগ্রেস

রাজ্যসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন কংগ্রেস লাগাতার বিশ্বের দরবারে দেশকে বদনাম করে চলেছে। তারা মনে করে ১৯৪৭ সালের আগে ভারতের কোনও অস্তিত্ব ছিল না। যদি তাই না হয়ে থাকে তাহলে কীভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস নামটা রাখা হল। এই নিয়ে তীব্র আক্রমণ শানিেয়ছেন তিনি। শুধু জওহরলাল নেহরুকে না ইন্দিরা গান্ধীকে টেনে এনেও তীব্র নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি অভিযোগ করেছেন কংগ্রেসের কারণেই দেশে শিখদের দাঙ্গা হয়েছে। ইন্দিরা গান্ধীর সিদ্ধান্তহীনতার মাশুল দিয়েছে গোটা দেশ। জরুরি অবস্থা জারি করে দেশবাসীর স্বাধীনতা হরণ করেছিলেন তিনি।

পরিবার ছাড়া কিছু জানে না কংগ্রেস

পরিবার ছাড়া কিছু জানে না কংগ্রেস

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন কংগ্রেসে গণতন্ত্র বলে কিছু নেই। একেবারেই পরিবার তান্ত্রিক দল। পরিবারের স্বার্থে আঘাত লাগলেই তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। মহাত্মা গান্ধী নিজে কখনও চাননি কংগ্রেস দেশ শাসন করুন। এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেস পরিবারতন্ত্র কায়েম করেছিল গোটা দেশে। সেটা থেকে দেশকে মুক্তি দিয়েছে বিজেপি সরকার। প্রকাশ্যেই কংগ্রেসের বিরুদ্ধে পরিবার তন্ত্রের অভিযোগ এনে বিঁধেছেন প্রধানমন্ত্রী মোদী।

English summary
PM Narendra Modi speech on Goa situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X