For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়ছে করোনাকালীন বেকারত্ব! জুলাইয়ের কাজ হারালেন ৫০ লক্ষ বেতনভুক কর্মী

বাড়ছে করোনাকালীন বেকারত্ব! জুলাইয়ের কাজ হারালেন ৫০ লক্ষ বেতনভুক কর্মী

  • |
Google Oneindia Bengali News

হাজারো চেষ্টা করেও কিছুতেই লাগাম টানা যাচ্ছে না করোনাকালীন বেকারত্বে। বিশেষজ্ঞদের মতে লকডাউন মিটতে দেশীয় অর্থ ব্যবস্থা ধীরে ধীরে ছন্দে ফিরলেও প্রতিমাসেই চাকরি হারাচ্ছেন লক্ষাধিক মানুষ। এমতাবস্থায় নতুন আশঙ্কা বাণী শোনাতে দেখা গেল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইইকে।

বাড়ছে করোনাকালীন বেকারত্ব! জুলাইয়ের কাজ হারালেন ৫০ লক্ষ বেতনভুক কর্মী


সিএমআইই তাদের পর্যবেক্ষণে জানাচ্ছে শুধুমাত্র জুলাইয়ে প্রায় ৫০ লক্ষ বেতনভোগী কর্মচারী গোটা দেশে চাকরি হারিয়েছেন। যার জেরে বর্তমানে এই খাতে চাকরি হারানো কর্মীর সংখ্যা বেড়ে হয়েছে ১.৮৯ কোটি। যদিও গত কয়েকমাসে নতুন কাজের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি দেখা গেছে অসংগঠিত ক্ষেত্রে। এদিকে এটা অনুমান করা হয় ভারতে মোট কর্মসংস্থানের কেবলমাত্র ২১ শতাংশ স্থায়ী বেতন-ভিত্তিক। কিন্তু করোনার করাল থাবায় এই ক্ষেত্রও বর্তমানে টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে।

সিএমআইই-র তথ্যেই দেখা যাচ্ছে করোনা মহামারী শুরু পর শুধুমাত্র এপ্রিলেই ১.৭৭ কোটি বেতনভোগী কর্মী কাজ হারান গোটা দেশজুড়ে। মে মাসে এই তালিকায় যোগ হয় আরও ১ লক্ষ মানুষের নাম। অন্যদিকে জুনে খানিকটা হলেও পরিস্থিতির উন্নতি হয় বলে জানা সিএমআইই। ওই মাসে গোটা দেশ জুড়ে ফের ৩৯ লক্ষ নতুন কর্ম সংস্থান হতে দেখা যায়। পরবর্তীতে ফের হতাশার কথা শোনায় জুলাই।

English summary
As many as 50 lakh salaried employees lost their jobs in July due to the Corona epidemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X