For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাত্রছাত্রীদের জন্য একইসঙ্গে দুটি অ্যাকাডেমিক প্রোগ্রামে বাধা! শর্ত দিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশিকা UGC-র

ছাত্রছাত্রীদের জন্য একইসঙ্গে দুটি অ্যাকাডেমিক প্রোগ্রামে বাধা! শর্ত দিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশিকা UGC-র

  • |
Google Oneindia Bengali News

ছাত্রছাত্রীরা যাতে একইসঙ্গে দুটি অ্যাকাডেমিক প্রোগ্রাম অনুসরণ করতে পারে তার জন্য নির্দেশিকা জারি করল ইউজিসি। বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্রছাত্রীদের মাইগ্রেশন বা স্কুল লিভিং শংসাপত্রের ওপরে জোর দেওয়ার কারণে ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন হওয়ার বিষয়টি ইউজিসির নজরে আসার পরেই এব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে।

অসুবিধায় পড়ছেন ছাত্রছাত্রীরা

ইউজিসির তরফে সচিব পিকে ঠাকুর বলেছেন, তাদের নজরে এসেছে, উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলি মাইগ্রেশন সার্টিফিকেট এবং স্কুল লিভিং সার্টিফিকেটের ওপরে জোর দিচ্ছে। যে কারণে ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই সার্টিফিকেট না থাকলে ছাত্রছাত্রীদের ভর্তির অনুমতি দেওয়া হয় না। সে ক্ষেত্রে ছাত্রছাত্রীরা একইসঙ্গে দুটি অ্যাকাডেমিক প্রোগ্রাম অনুসরণ করতে পারছেন না।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ

বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ

ইউজিসির তরফে বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হয়েছে, তারা যেন এমন একটি সুবিধাজনক পদ্ধতি তৈরি করে, যেখানে ছাত্রছাত্রীরা একইসঙ্গে দুটি অ্যাকাডেমিক প্রোগ্রাম অনুসরণ করতে পারে। এর আগে ইউজিসির তরফে ২০২২-এর সেপ্টেম্বরে একইসঙ্গে দুটি ডিগ্রি দিতে বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়মের পরিবর্তন করতে বলেছিল। এই সুবিধা পেলে ছাত্রছাত্রীরা একইসঙ্গে তাঁদের আগ্রহের একাধিক বিষয়ে পড়াশোনা করতে সক্ষম হবে। যা ছাত্রছাত্রীদের চরিত্র গঠনেও সহায়তা করবে বলে মনে করে ইউজিসি।

 একইসঙ্গে দুটি ডিগ্রিতে শর্ত

একইসঙ্গে দুটি ডিগ্রিতে শর্ত

ইউজিসির তরফে একইসঙ্গে দুটি ডিগ্রি দেওয়ার ক্ষেত্রে শর্ত রয়েছে। ছাত্রছাত্রীরা উপস্থিতির মাধ্যমে একইসঙ্গে দুটি অ্যাকাডেমিক প্রোগ্রাম তখনই অনুসরণ করতে পারবেন, যদি একটির সঙ্গে অপরটি ওভারল্যাপ না করে।
একজন ছাত্র কিংবা ছাত্রী একইসঙ্গে দুটি অ্যাকাডেমিক প্রোগ্রাম অনুসরণের ক্ষেত্রে একটি ফুল টাইম ফিডিক্যাল মোডে এবং অন্যটি ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং মোডে কিংবা অনলাইন মোডে অথবা দুটি ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং মোডে করতে পারবেন।
এখানে ভোকেশনাল এবং অ্যাকাডেমিক কোর্স এবং সার্কুলার এবং এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে কোনও বিভাজন রাখা হয়নি।

একই সঙ্গে ফর্মাল এবং নন ফর্মাল এডুকেশন

একই সঙ্গে ফর্মাল এবং নন ফর্মাল এডুকেশন

ছাত্রছাত্রীদের জন্য একইসঙ্গে দুটি অ্যাকাডেমিক প্রোগ্রামের লক্ষ্য হল একই সঙ্গে ফর্মাল এবং নন ফর্মাল এডুকেশনের জন্য সুবিধা করে দেওয়া। তবে এই সুবিধা ছাত্রছাত্রীদের পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও জানানো হয়েছে।

বিজেপির মিছিলে সিপিএমের পতাকা ঘিরে হুলুস্থূল-কাণ্ড, পঞ্চায়েত নির্বাচনের আগে বিতর্ক হুগলিতেবিজেপির মিছিলে সিপিএমের পতাকা ঘিরে হুলুস্থূল-কাণ্ড, পঞ্চায়েত নির্বাচনের আগে বিতর্ক হুগলিতে

English summary
UGC has directed the universities to have two academic programmes simultaneously for students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X