For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দল থেকে এক ঝাঁক বিধায়ক পলাতক, চাপের মুখে বিশেষ বৈঠক ডাকলেন উদ্ধব

Array

Google Oneindia Bengali News

আড়াই বছর হয়েছে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আঘাদি সরকার। কিন্তু কিছুদিন থেকেই তাঁদের অন্দরে যে সমস্যা চলছে সেই খবর সামনে আসছিল। বিধান পরিষদ ভোট কাটতেই তা একদম প্রকাশ্যে। কারণ কম করে ১১ জন মহারাষ্ট্রে জোট সরকারের বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন। আর তাই চাপে পড়ে গিয়েছে উদ্ধবের সরকার। খবর মিলেছে কীভাবে পরিস্থিতি সামলানো যায় তা নিয়ে আলোচনা করতে দুপুরেই বৈঠক ডেকেছেন।

দল থেকে এক ঝাঁক বিধায়ক পলাতক, চাপের মুখে বিশেষ বৈঠক ডাকলেন উদ্ধব

আবার যে দুপুরে শিব সেনা বৈঠকে বসবেন সেই দুপুরেই শিন্ডে সহ প্রায় ১২ জন সেনার বিধায়ক সুরাতের মেঘের আড়াল সরিয়ে সামনে আসবেন বলে মনে করা হচ্ছে। এখন গুজরাটের বাণিজ্য শহর সুরাতে দলীয় প্রবীণ নেতা একনাথ শিন্ডের নেতৃত্বে একদল বিধায়ক বসে রয়েছেন। আর এটাই বিরাট চাপের মধ্যে ফেলে দিয়েছে উদ্ধব ঠাকরের সরকারকে।

১০ জুনের রাজ্যসভা নির্বাচনে এবং সোমবারের মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে এমভিএ ক্ষমতায় থাকা সত্ত্বেও হেরে যায়। শিন্ডে থানে জেলার বাসিন্দা এবং নগরোন্নয়ন মন্ত্রী এবং অন্যান্য বিধায়ক সুরাটের একটি পাঁচতারা হোটেলে আটকে আছেন বলে জানা গেছে। খবরে বলা হয়েছে, শিন্ডে দুপুরের দিকে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের শীর্ষ নেতারা দিনের সমস্ত কাজ বাতিল করে মুম্বইতে ছুটে গিয়েছেন এই খবর পেয়েই। দুপুর নাগাদ শিবসেনা নেতাদের বৈঠক ডেকেছেন ঠাকরে। সোমবার বিজেপি রাজ্য বিধান পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচটি আসনেই জিতেছে, যখন কংগ্রেসের চন্দ্রকান্ত হান্দোর, একজন প্রাক্তন মন্ত্রী এবং একজন দলিত নেতা হেরেছেন।

প্রাক্তন বিজেপি নেতা একনাথ খাডসে সহ এমভিএ মিত্র শিবসেনা এবং এনসিপি-র দুইজন প্রার্থীও জিতেছেন। কংগ্রেস নেতা এবং মন্ত্রী বালাসাহেব থোরাত বলেছেন যে দল অন্যদের দোষ দিতে পারে না কারণ তার নিজস্ব বিধায়করা তার প্রার্থীকে ভোট দেয়নি। এমভিএ'র অংশ কংগ্রেস, তাঁরা মাত্র একটি আসন পেতে সক্ষম হয়েছে।

২০১৪ সালে শিবসেনা বিজেপির সাথে বিচ্ছেদের পর শিন্ডেকে বিরোধী দলের নেতা মনোনীত করেছিল। এদিকে এই বিষয় নিয়ে মহারাষ্ট্রে বিজেপির শীর্ষ নেতা দেবেন্দ্র ফড়নবিস দিল্লি পৌঁছেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন। তবে এসবের পরেও এনসিপি'র মুখপাত্র মহেশ তাপসে বলেছেন যে মহা বিকাশ আঘাদি সরকারের ভবিষ্যত "সম্পূর্ণ নিরাপদ"।

এদিকে সঞ্জয় রাউত বলেছেন যে তাঁদের সরকারকে বিজেপি ভেঙে ফেলার চক্রান্ত করেছেন , কিন্তু এটা কিছুতেই হতে দেবেন না বলে জানিয়েছেন।

মহারাষ্ট্রে আচমকা উধাও ১১ জন বিধায়ক , চাপে উদ্ধবের সরকার মহারাষ্ট্রে আচমকা উধাও ১১ জন বিধায়ক , চাপে উদ্ধবের সরকার

English summary
uddhab thackeray called a special meeting after his 11 MLA gobe messing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X