For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধারাভিতে আরও দু'জনের শরীরে করোনা! আতঙ্কের গ্রাসে গোটা মুম্বই

Google Oneindia Bengali News

ধীরে ধীরে এবার করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে। মুম্বইয়ের ধারাভি বসতিতে আরও দুজন করোনা আক্রান্তের হদিশ মিলল। এলাকায় মোট সংক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫। এর আগে ২৪ ঘণ্টারও কম সময়ে দুই জন করোনা আক্রান্ত হন মুম্বইয়ের ধারাভিতে। এই পরিস্থিতিতে ১০ লক্ষের বাসস্থান এই বস্তিতে দ্রুত করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং তা হলে মুম্বই তো বটেই, গোটা দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের।

আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০০

আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০০

মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমেই লাগাম ছাড়া হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে নতুন করে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের চিহ্ন মেলে। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে ছাড়িয়েছে ৪০০। এদিকে একদিনে করোনা আক্রান্ত হয়ে সেরাজ্যে মারা যায় ৬ জন। এখনও পর্যন্ত শুধু মহারাষ্ট্রেই ১৬ জন করোনা আক্রান্ত মারা গিয়েছে।

মুম্বইতে গোষ্ঠী সংক্রমণ?

মুম্বইতে গোষ্ঠী সংক্রমণ?

মূলত, এতদিন পর্যন্ত যাঁরা বিদেশ থেকে আসছিলেন তাঁদের ঘিরেই করোনা সংক্রমণের উদ্বেগ দানা বেঁধেছে। অনেককেই কোভিড ১৯ পজিটিভ বলে পাওয়া গিয়েছে। এরপর তা স্থানীয় এলাকায় ছড়িয়েছে বলেও খবর মেলে। তবে স্থানী জায়গা ছাড়িয়ে একটি বড় গোষ্ঠীর মধ্যে ছড়ায়নি করোনা বলেই দাবি করেছে সরকার। ফলে কমিউনিটি ট্রান্সমিশন যে ভারতে হয়নি , তা এতদিন পর্যন্ত নিশ্চিত ছিল। এরপরই উঠে আসে মুম্বইয়ের ধারাভির ঘটনা।

বস্তির বাড়ি সিল করে দিয়েছে মুম্বই পুরসভা

বস্তির বাড়ি সিল করে দিয়েছে মুম্বই পুরসভা

মুম্বইয়ের ধারাভি বস্তিতে কোভিড ১৯ এ আক্রান্ত ব্যক্তির বুধবার রাতেই মৃত্যু হয়েছে। এরপর সেই ব্যক্তির পরিবারের ১০ জনের পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তাঁদের আপাতত নিজেদের বাড়িতেই কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। এদিকে ব্যক্তির বাড়ি সিল করে দিয়েছে মুম্বই পুরসভা।

ধারাভি ঘনবসতি পূর্ণ এলাকা

ধারাভি ঘনবসতি পূর্ণ এলাকা

সূত্রের খবর, ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় ওই অঞ্চলে খুব তাড়াতাড়ি করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই কোনও ঝুঁকি না নিয়ে ওই বস্তি এলাকার পুরোটাই "সিল" করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা ৫ বর্গকিলোমিটার এলাকা জুড়ে থাকা ওই বস্তিতে গা ঘেঁষাঘেঁষি করে থাকেন কমপক্ষে ১০ লক্ষ মানুষ, ফলে দ্রুত হারে ছড়াতে পারে সংক্রমণ।

English summary
two more got affected by coronavirus in mumbai's dharavi slum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X