For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপত্যকায় গুলির লড়াই, খতম দুই জঙ্গি

কাশ্মীরে সেনা- জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গি, তাদের পরিচয় জানা যায়নি ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

উপত্যকায় দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। সোমবার সকালে কাশ্মীরের সোপোরের শঙ্করগুন্ড ব্রাথ এলাকায় তল্লাশি অভিযান চালানোর সময়ে আচমকাই ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সেনাবাহিনীর পাল্টা গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে । তবে জঙ্গিদের পরিচয় জানা না গেলেও তারা লস্কর এ তৈবার সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

উপত্যকায় গুলির লড়াই, খতম দুই জঙ্গি

বারামুলা জেলার সোপোরের শঙ্করগুন্ড ব্রাথ এলাকায় কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে সেনাবাহিনী। জঙ্গল এলাকায় তল্লাশি চালানোর আগে অবশ্য এলাকাটি ঘিরে ফেলেছিল সেনাবাহিনী। কিন্তু তল্লাশি চালানোর সময়েই আচমকাই সেনাজওয়ানদের দিকে ধেয়ে আসে গুলি। সামলে নিয়েই পাল্টা জবাব দেয় জওয়ানরাও। কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই শেষে দুই জঙ্গিকে খতম করতে সক্ষম হয় সেনা। তবে আরও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে। অবশ্য সেনার পক্ষ থেকে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

এদিকে রবিবারই কুপওয়াড়া জেলার আমরোদিন, চটকাডি ও সাদিপোড়া এলাকায় আচমকাই গুলি ও বোমা ছুঁড়তে শুরু করে পাকিস্তান। জঙ্গিদের মদত দিতেই পাক রেঞ্জার্স কভার ফায়ার করছিল বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। পাকিস্তানের ছোঁড়া মর্টার শেলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বহু বাড়ি। অবশ্য হতাহতের কোনও খবর নেই।

English summary
Two militants killed in heavy gun fight at Sopore during wee hours, no casualty on Indian side reported, identity of slain militants yet to be assertained
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X