For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিএসই পরীক্ষা : সব বিষয়ে প্রাপ্ত নম্বর গড়ে ৯০, একটিতে শুধু '০', মর্মাহত দিল্লির যমজ বোন

Google Oneindia Bengali News

সিবিএসই : সব বিষয়ে প্রাপ্ত নম্বর গড়ে ৯০, একটিতে শুধু '০', মর্মাহত দিল্লির যমজ বোন
নয়াদিল্লি, ৩১ মে : পড়াশোনায় বেশ ভাল যমজ দু বোনই। এবছর সিবিএসই পরীক্ষায় বসেছিল দুই বোন। সব বিষয়ে ৮৫ থেকে ৯৫ এর মধ্যে নম্বর পেয়েছে দু'জনেই। অথচ অবাককান্ড একটি বিষয়ে দুজনেরই প্রাপ্ত নম্বর 'শূন্য'। যে ছাত্রী সব বিষয়ে গড়ে ৯০ শতাংশ নম্বর পেয়েছে সে কী করে একটি বিষয়ে ০ পেতে পারে। আর এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে সিবিএসই বোর্ড। সিবিএসই-র তরফে জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

প্রজ্ঞা ও প্রাচী মহাজন। যমজ এই বোন দিল্লির বাসিন্দা। দৃশ্যত কিছুটা ক্ষীণজীবী হলেও মেধার দিক থেকে কোনও খামতি নেই তাদের। পরীক্ষা দেওয়ার পরই বাড়িতে দুজনে জানিয়ে দিয়েছিল পরীক্ষার ফল বেশ ভালই হবে। কিন্তু ফল হাতে আসতেই চমকে উঠেছিলেন ২ জনেই। একটি বিষয়ে দুজনেরই প্রাপ্ত নম্বর ছিল শূন্য।

প্রাচীর কথায়, ফল জানতে পেরে চমকে উঠেছিলাম। এই ঘটনায় আমি বিষণ্ণ। কিন্তু আমি জানি এটা হতে পারে না, এটা অসম্ভব। একই সুর প্রজ্ঞার কথায়। কিছুটা অভিযোগের সুরে প্রজ্ঞা জানালেন, স্কুল কর্তৃপক্ষ এঘটনা জানার পরও কোনওরকম সহযোগিতা করেননি তাদের সঙ্গে। যতক্ষণ পর্যন্ত না সংবাদমাধ্যমে যাওয়ার ভয় দেখানো হয়েছে ততক্ষণ স্কুলের প্রধানশিক্ষিকা কোনও তোড়জোড় দেখাননি।

শুধু পরে নয়, এর আগেও প্রজ্ঞা ও প্রাচীর কিছু শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও কোনওরকম সহযোগিতা স্কুল থেকে পাওয়া যায়নি বলে অভিযোগ জানিয়েছে মহাজন পরিবার।

English summary
CBSE Exam: Twins, who've scored above 85 in other subjects, given zero in one
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X