For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিরুমালায় প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা! ব্যবসায়ী-খাদ্যরসিকদের সহযোগিতা করার আহ্বান

প্লাস্টিক (plastic) ব্যবহারের ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা (ban) জারি করা হল তিরুপতিতে (tirupati)। সেখানকার তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা কার্যক

  • |
Google Oneindia Bengali News

প্লাস্টিক (plastic) ব্যবহারের ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা (ban) জারি করা হল তিরুপতিতে (tirupati)। সেখানকার তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে সেখানকার দোকান মালিকদের কাছেও আহ্বান জানানো হয়েছে।

দোকান মালিকদের কাছে আহ্বান

দোকান মালিকদের কাছে আহ্বান

তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ সংক্ষেপে টিটিডির তরফে এর আগে একাধিকবার সতর্কতা জারি করা হয়েছিল। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে আবেদনও জানানো হয়। এরপর মঙ্গলবার সেখানকার আন্থানা মণ্ডপেতিরুমালার দোকানদার এবং খাবারের দোকানদারদের সঙ্গে একটি বৈঠক হয়। টিটিডির তরফে নিষেধাজ্ঞা কার্যকর করতে দোকান মালিকদের কাছে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

পাহাড়ে যা-যা নিষিদ্ধ

পাহাড়ে যা-যা নিষিদ্ধ

টিটিডি এস্টেট শাখার ওএসডি মল্লিকার্জুন বলেছেন, পাহাড়ের মন্দিরে প্লাস্টিকের বোতল, ব্যাগ, ক্যারি ব্যাগ, কভার, শ্যাম্পুর বোতল সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। তিনি বলেছেন, এখন থেকে পাহাড়েব্যবসায়ীদের প্লাস্টিকের কভারের পরিবর্তে বায়োডিগ্রেডেবল বা কাগজের কভার ব্যবহার করতে হবে। সব হোটেল মালিক এবং মঠ সংগঠকদের এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবত করারজন্য বলেছেন তিনি।
টিটিডি এস্টেট শাখার ওএসডি মল্লিকার্জুন আধিকারিকদের বলেছেন, দোকানের সামনে সাইনবোর্ড দিতে। যাতে নালিকরা প্লাস্টিকবিহীন কভার সরবরাহ করেন এবং তার জন্য ভক্তদেরকাছ থেকে অতিরিক্ত চার্জ যেন না নেন।পাশাপাশি ভিডিল্যান্স, এস্টেট এবং স্বাস্থ্য আধিকারিকরা দোকান ও হোটেলগুলিতে নিয়মিত তল্লাশি অভিযান চালাবে, প্লাস্টিকের সামগ্রী খুঁজে বের করতে। যদি তা পাওয়া যায়, সঙ্গে সঙ্গেবাজেয়াপ্ত করা হবে।

অংশ নিতে হবে গণ পরিচ্ছন্নতা অভিযানে

অংশ নিতে হবে গণ পরিচ্ছন্নতা অভিযানে

টিটিডির স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক শ্রীদেবী বলেছেন, হোটেল বিং দোকানদারদের ভিজে ও শুকনো বর্জ্য আলাদা ডাস্টবিনে রাখতে অনুরোধ করা হচ্ছে, যাতে সহজেই আবর্জনা সংগ্রহ করা যায়। এছাড়াও যেসব পণ্য বিক্রির জন্য তাঁদের লাইসেন্স রয়েছে, তাই যেন তাঁরা বিক্রি করেন। এর পাশাপাশি প্রতি মঙ্গলবার ১-৩ টের মধ্যে বাধ্যতামূলক গণপরিচ্ছন্নতা অভিযানেঅংশ নিতে হবে।

চেক পয়েন্টে গাড়িতে তল্লাশি

চেক পয়েন্টে গাড়িতে তল্লাশি

এছাড়াও তিরুমালায় যাওয়া সব যানবাহন ও ব্যক্তিদের তিরুমালায় প্রবেশের আগে আলিপিরি চেকপয়েন্টে তল্লাশিও করা হবে বলে জানানো হয়েছে টিটিডির তরফে।

এর আগে গত বছরে কেন্দ্রের তরফেও প্লাস্টিকের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেখানে বলা হয়েছিল ২০২২-এর ১ জুলাই থেকে ক্যান্ডি স্টি, প্লেট, কাপ-সহ একক প্লাস্টিকজাত দ্রব্যের উৎপাদন, আমদানি, মজুত, বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। এছাড়াো কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যারিব্যাগ ঘনত্ব ৫০ মাইক্রন থেকে বাড়িয়ে ৭৫ মাইক্রন করে দেওয়া হয়।

রাম মন্দিরের গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যোগী আদিত্যনাথ! সময় বেঁধে চলছে কাজরাম মন্দিরের গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন যোগী আদিত্যনাথ! সময় বেঁধে চলছে কাজ

English summary
TTD has decided to complete plastic ban in Tirumala Shrine in Andhra Pradesh from wednesday, 1 June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X