For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্প পুতিনের গোপন বৈঠকের কথা প্রকাশ করল হোয়াইট হাউজ

জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপনে আরেকটি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের বিষয়টি আগে প্রকাশ করা হয়নি।

  • By Bbc Bengali

হোয়াইট হাউজ নিশ্চিত করেছে, জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপনে আরেকটি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই বৈঠকের বিষয়টি আগে প্রকাশ করা হয়নি।

হোয়াইট হাউজ জানিয়েছে, এ মাসের শুরুতে জার্মানিতে জি২০ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিক শীর্ষ বৈঠকে মিলিত হবার কয়েক ঘণ্টা পর, তারা দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক করেন, যা এ পর্যন্ত গোপন রাখা হয়েছিল।

একজন রুশ দোভাষীর উপস্থিতিতে মি. ট্রাম্প প্রায় এক ঘণ্টা মি. পুতিনের সঙ্গে আলাপ করেন।

তবে কি নিয়ে আলাপ করেছিলেন দুই নেতা সে বিষয়ে কিছু জানায়নি হোয়াইট হাউজ।

আরো পড়ুন: সীতাকুন্ডের 'অজ্ঞাত' রোগটি আসলে হাম

বসিরহাটে দাঙ্গার পেছনে জামায়াত, বললেন মমতা

এদিকে, ওয়াশিংটন পোস্টও একই রকম খবর জানিয়েছে।

পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, জি২০ সম্মেলনে ডিনারের মাঝপথে নিজের আসন ছেড়ে উঠে মি. ট্রাম্প মি. পুতিনের পাশের একটি খালি চেয়ারে বসে কিছুক্ষণ কথাবার্তা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট সে সময় একাই ছিলেন।

তবে, মি. পুতিনের সঙ্গে ছিল তার দোভাষী।

এমন সময় এ খবর প্রকাশিত হল যখন ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সম্পৃক্ততা ছিল কি না, তা নিয়ে ওয়াশিংটনে তদন্ত চলছে।

সে তদন্তে সর্বশেষ মি. ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়র এবং তার নির্বাচনী প্রচারণা দলের সাবেক ব্যবস্থাপক পল ম্যানাফোর্টের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছে মার্কিন সিনেট কমিটির তদন্তকারীরা।

English summary
Trump and Putin had another, undisclosed conversation at G20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X