For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিরুবনন্তপুরমে শুরু ট্রিপল লকডাউন, সাধারণ লকডাউনের থেকে পার্থক্য কোথায় ? জেনে নিন

তিরুবনন্তপুরমে শুরু ট্রিপল লকডাউন, সাধারণ লকডাউনের থেকে পার্থক্য কোথায় ? জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

স্বাস্থ্য থেকে শিক্ষা,পরিচ্ছন্নতা থেকে অর্থনীতি সবক্ষেত্রেই দেশের মধ্যে প্রশংসার দাবী রাখে পিনরাই বিজয়নের রাজ্য কেরল। কিন্তু দেশব্যপী করোনা ভাইরাসের কুদৃষ্টি থেকে রক্ষা পায়নি এই রাজ্যও। যদিও কঠোর বিধিনিষেধ এবং দু-দফা লকডাউনের পর কেরলের পরিস্থিতি প্রাথমিকভাবে কিছুটা আশাব্যঞ্জক হলেও, লকডাউন শিথিল হতেই হুহু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় ফের কেরলের রাজধানী তিরুবনন্তপুরমে এক সপ্তাহের ট্রিপল লকডাউনের ঘোষনা করল বাম শাসিত কেরল সরকার।

আক্রান্তের নিরিখে রাশিয়াকে টপকে ভারত তিনে

আক্রান্তের নিরিখে রাশিয়াকে টপকে ভারত তিনে

সামনে শুধু অ্যামেরিকা ও ব্রাজিল। আক্রান্তের নিরিখে রাশিয়াকে টপকে ইতিমধ্যেই গোটা বিশ্বের মধ্যে তিন নম্বরে চলে এসেছে ভারত। দফায় দফায় লকডাউনের পরেও কিছুতেই দেশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই মুহুর্তে ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লক্ষ ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় কেন্দ্রের ব্যর্থতা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তারপরেই বাড়তি সতর্কতা হিসেবে নতুন সিদ্ধান্ত ঘোষণা করে কেরল সরকার।

এক সপ্তাহের জন্য লকডাউন জারি কেরলের রাজধানীতে

এক সপ্তাহের জন্য লকডাউন জারি কেরলের রাজধানীতে

করোনা মোকাবিলায় এর আগেও দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে কেরল। দেশের এই ভয়াবহ অবস্থায় আবারও কোনোরকম ঝুঁকি নিতে রাজী নয় পিনরাইয়ের সরকার। তাই সবরকম পরিস্থিতি বিবেচনা করে আগামী সোমবার থেকে একসপ্তাহের জন্য তিরুবনন্তপুরমে ট্রিপল লকডাউন ঘোষণা করে কেরল সরকার। এই প্রসঙ্গে কেরলের পর্যটনমন্ত্রী কাদাকম্পালি সুরেন্দ্রন বলেন, "জনগণকে আরও সতর্ক হতে হবে, এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের প্রয়োজন"।

ট্রিপল লকডাউনে আরও কঠোর হচ্ছে বিধিনিষেধ

ট্রিপল লকডাউনে আরও কঠোর হচ্ছে বিধিনিষেধ

অন্যান্য রাজ্যে যখন লকডাউন শিথিলের পথে হাঁটা হচ্ছে, কেরলে তখন ট্রিপল লকডাউনে আরও কঠোর করা হল বিধিনিষেধ। জানা যাচ্ছে কেবলমাত্র জরুরী পরিষেবা বাদে বন্ধ থাকবে অন্যান্য সমস্ত পরিষেবা। বন্ধ থাকবে বাস, রাজ্য সচিবালয়, সরকারি অফিস আদালত সহ শহরের দিকে যাওয়ার সমস্ত রাস্তা। উপযুক্ত প্রেস্ক্রিপশন ছাড়া পরিষেবা প্রদান করবেনা হাসপাতাল বা ওষুধের দোকানও।

কী এই ত্রিস্তরীয় লকডাউন?

কী এই ত্রিস্তরীয় লকডাউন?

লকডাউনের এই দফায় রয়েছে তিনটি ধাপ- লক-১, লক-২ এবং লক-৩। লক-১ পর্যায়ে জেলার সমস্ত মানুষের অবাধ চলাফেরায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। লক-২ ধাপে সনাক্ত করা হবে আক্রান্তদের, এবং সেই অঞ্চলে কোনোও ব্যক্তি সংক্রমণ ছড়ালে অথবা বিধিনিষেধ না মানলে তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ আইনি ব্যবস্থা। লক-৩-এ আক্রান্ত ব্যক্তিদের বাড়ি সনাক্ত করে তাদের সাথে সম্পর্কিত পরিবার পরিজনদের প্রয়োজনীয় বিধিনিষেধ ও সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হবে। এই তিন ধাপে কেরলের তিরুবনন্তপুরমে কঠোর ভাবে পালিত হতে চলেছে ট্রিপল লকডাউন। শুধু লকডাউনেই ক্ষান্ত থাকেননি কেরলের সরকার। গোটা রাজ্য জুড়ে আগামী এক বছরের জন্য জারি হয়েছে বিশেষ গাইডলাইন।

পশ্চিমবঙ্গ, দিল্লি, মণিপুরে বন্ধ হোক অবৈধ মাছ–মাংসের বাজার, দাবি পেটা ইন্ডিয়ারপশ্চিমবঙ্গ, দিল্লি, মণিপুরে বন্ধ হোক অবৈধ মাছ–মাংসের বাজার, দাবি পেটা ইন্ডিয়ার

English summary
triple lockdown started in thiruvananthapuram know how it is different from normal lockdown in kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X