For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওড়িশা সেলের রৌরকেল্লা প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিকে মৃত ৪ শ্রমিক, অসুস্থ ৬ জন

ওড়িশা সেলের রাউরকেল্লা প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিকে মৃত ৪ শ্রমিক, অসুস্থ ৬ জন

Google Oneindia Bengali News

ওড়িশার রাজ্য সরকার পরিচালিত সেলের আওতায় থাকা রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট (‌আরএসপি)‌ ইউনিটে বুধবার আচমকাই বিষাক্ত গ্যাস লিক হয়ে যায়। এই ঘটনায় নিহত হন চার শ্রমিক ও অন্যান্য শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে আরএসপির কয়লা–রসায়ন বিভাগে, সেই সময় ১০ জন শ্রমিক কাজ করছিলেন।

ওড়িশা সেলের রৌরকেল্লা প্ল্যান্টে বিষাক্ত গ্যাস লিকে মৃত ৪ শ্রমিক, অসুস্থ ৬ জন


রিপোর্টে বলা হয়েছে, ওই চারজন শ্রমিক বেসরকারি সংস্থায় চুক্তিবদ্ধ শ্রমিক ছিলেন। ইউনিট থেকে কার্বন মনোক্সাইড গ্যাস নিঃসরণ হওয়ার ফলে ওই চার শ্রমিকের মৃত্যু হয়। তাঁদের ইস্পাত জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে চারজনই মারা যান এবং অন্য ৬ শ্রমিকের চিকিৎসা চলছে হাসপাতালে।

আরএসপি কর্তৃপক্ষ এঘটনার উচ্চ–পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। চার নিহত শ্রমিককে সনাক্ত করা গিয়েছে, তাঁরা হলেন চন্দ্র পাইলা (‌৫৫)‌, রবীন্দ্র সাহু (‌৫৯)‌, অভিমন্যু শ (‌৩৩)‌ এবং ব্রহ্মানন্দ পান্ডা (‌৫১)‌। সরকারের পক্ষ থেকে নিহতদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

দিল্লি সীমান্তে 'দুর্গ' তৈরি কৃষকদের! কেন্দ্রকে প্রবল চাপে ফেলতে ঘুঁটি সাজাচ্ছেন প্রতিবাদীরাদিল্লি সীমান্তে 'দুর্গ' তৈরি কৃষকদের! কেন্দ্রকে প্রবল চাপে ফেলতে ঘুঁটি সাজাচ্ছেন প্রতিবাদীরা

English summary
toxic gas leakege at rourkela steel plant 4 workers died 6 fell ill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X