For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কণ্যা ভ্রূণ হত্যা রুখতে এবার গোয়েন্দার সাহায্য নেবে পাঞ্জাব সরকার

Google Oneindia Bengali News

চণ্ডীগড়, ৮ অক্টোবর : পাঞ্জাবের প্রাইভেট আল্ট্রাসাউন্ড কেন্দ্রে অবৈধ লিঙ্গ নির্ধারণ পরীক্ষা রুখতে এবার প্রাইভেট গোয়েন্দা সংস্থার সাহায্য নিতে চলেছে রাজ্য সরকার।

প্রি-নাটাল ডায়গনস্টিক টেকনিক আইন (প্রাক জন্মগত নির্ণয়সংক্রান্ত প্রযুক্তি আইন) বা পিএনডিটি আইন পাঞ্জাবে কার্যকরী সফলভাবে কার্যকরী করতে একটি জরুরি বৈঠক ডাকেন রাজ্যস্বাস্থ্যমন্ত্রী সুরজিৎ জায়ানি। এই বৈঠকেই অবৈধ লিঙ্গ নির্ধারণ পরীক্ষা রুখতে বেসরকারি গোয়েন্দা সংস্থার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। [৬০ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিলেন মুম্বইয়ের 'বৃদ্ধা'!]

কণ্যা ভ্রূণ হত্যা রুখতে এবার গোয়েন্দার সাহায্য নেবে পাঞ্জাব সরকার

এই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, শুধু সরকারি তরফে নজরদারি রাখলে চলবে না, চিকিৎসকদেরও নির্দেশ দেওয়া হয়েছে যেন এই সব বেসরকারি আল্ট্রাসাউন্ড কেন্দ্রগুলিতে ভাল করে নজরে রাখে। কোনও বেগতিক দেখলেই যেন খবর দেওয়া হয়। পিএনডিটি আইন লঙ্ঘন বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন জায়ানি।

মন্ত্রী এও জানিয়েছেন, এই সব লিঙ্গ নির্ধারন কেন্দ্রগুলির অসৎ মালিকদের পক্ষে ব্যবস্থা নেওয়া হবে, যাতে এই ধরণের ঘটনা বন্ধ করা যায়। এই ধরণের ঘটনা বন্ধ বলেই পুরুষ ও মহিলার অনুপাত এরাজ্যে উন্নত করা সম্ভব হবে। [বউ দিন, ভোট নিন! হরিয়ানায় কুমারদের হাউমাউ]

২০১১ সালে পুরুষ ও মহিলার অনুপাত ৮৪৬ যা ২০০১ সালে ছিল ৭৯৮।

পাঞ্জাবের যে সব প্রাইভেট আল্ট্রাসাউন্ড কেন্দ্রে অবৈধ লিঙ্গ নির্ধারণ পরীক্ষা হয় তার খোঁজ দিতে পারলে তাঁকে ১ লক্ষ টাকা পুরস্কার (যা আগে ছিল ২০,০০০ টাকা) দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

English summary
To Check Female Foeticide, Punjab Government to Hire Detectives
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X