For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস বিধায়ক গ্রেফতারে হিমন্ত বিশ্বশর্মার যোগ!, CID টিমকে আটক করার প্রতিবাদে রাজ্যসভা বয়কট TMC-র

কংগ্রেস বিধায়ক গ্রেফতারে হিমন্ত বিশ্বশর্মার যোগ!, CID টিমকে আটক করার প্রতিবাদে রাজ্যসভা বয়কট TMC-র

Google Oneindia Bengali News

ঝাড়খণ্ডের তিন কংগ্রেসের কাছ থেকে ৫০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের যোগ পাওয়া গিয়েছে। তার অনুসন্ধানে দিল্লি এবং অসমে হানা দেয় সিআইডির দল। কিন্তু সেখানে পুলিশ তাঁদের আটকে দেয়। কেন তাঁদের আটকানো হয়েছে তার প্রতিবাদে সংসদে সরব হয়েছিলেন টিএমসি সাংসদরা। এমনকী রাজ্যসভা বয়কটও করেন তাঁরা।

কংগ্রেস বিধায়ক গ্রেফতারে হিমন্ত বিশ্বশর্মার যোগ!, CID টিমকে আটক করার প্রতিবাদে রাজ্যসভা বয়কট TMC-র

দিল্লি এবং অসমে দুটি দলে ভাগ হয়ে বুধবার তল্লাশি শুরু করে রাজ্যের সিআইডির দল। দিল্লিেত সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল তারা। আদালতের গ্রেফতারি পরোয়ানা নিয়েই সিআইডি আদিকারীকরা ব্যবসায়ীর বাড়িতে হাজির হয়েছিলেন। কিন্তু দিল্লি পুিলশের পক্ষ থেকে তাদের আটকে দেওয়া হয়। শুধু রাজধানী দিল্লিতে নয় অসমেও এই ঘটনা ঘটেছে। সেখানেও সিআইটির আধিকারীকদের আটকেছে পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে ৫০ লক্ষ টাকা সহ হাওড়া থেকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই টাকা তাঁরা কোথা থেকে পেয়েছেন এবং কোথায় নিয়ে যাচ্ছেন তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। তারপরেই এই নিয়ে খোঁজ খবর শুরু করে পুলিশ। জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এদিকে সেই ঘটনার পরেই কংগ্রেসের পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছে ৩ কংগ্রেস বিধায়ককে। পুলিস জেরায় জানতে পেরেছেন ৩ বিধায়কের কাছে ৫০ লক্ষ টাকা পাওয়া যাওয়ার ঘটনায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার যোগ রয়েছে। দিল্লিতে যে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল সিআইডি। সেই ব্যবসায়ীর সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার যোগাযোগ রয়েছে।

কাজেই বিজেপির ঘোড়কেনাবেচার চেষ্টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগেই অবশ্য বাম-কংগ্রেস এই দাবি করেছিল। ঝাড়খণ্ডের সরকার ফেলতে চেষ্টা চালাচ্ছে বিজেপি সেকারণেই টাকা দিয়ে ৩ কংগ্রেস বিধায়ককে কিনতে চেয়েছিল তারা। যদিও তা এখনও প্রমাণ হয়নি। রাজ্যের সিআইডি টিমকে কেন দিল্লি পুলিশ আটকাল আদালতের অনুমতি থাকা সত্ত্বেও তা নিয়ে রাজ্যসভায় সরব হয়েছিলেন দোলা সেন। সাংসদ সুখেন্দু শেখর রায়ও এই নিয়ে সরব হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য দিল্লিতে পুলিশ নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর আগে দিল্লি পুলিশের একাধিক আচরণে প্রশ্ন উঠেছে। হনুমান জয়ন্তীর ঘটনায় দিল্লিপুলিশের একাধিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

মমতার মন্ত্রিসভায় ৮ নতুন মন্ত্রীর শপথ, কে কে পেলেন সুযোগ! দেখে নিন একনজরে মমতার মন্ত্রিসভায় ৮ নতুন মন্ত্রীর শপথ, কে কে পেলেন সুযোগ! দেখে নিন একনজরে

সিআইডির চার আধিকারিককে দিল্লিেত স্থানীয় থানায় আটকে রাখা হয়েছে বলে অভিযোগ৷ সিআইডি কর্তাদের আশঙ্কা, এই সুযোগে ঘটনার সঙ্গে সম্পর্কিত জরুরি নথি লোপাট হয়ে যেতে পারে৷ পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের তিন উচ্চপদস্থ কর্তা দিল্লি যাচ্ছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর দিল্লি পুলিশের এই ভূমিকার বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিতে চলেছে সিআইডি।

English summary
TMC MPs boycott Rajyasabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X