For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলকে ফাঁকা জমি দিল না বিজেপি, তবু স্বজনহারাদের মমতার বার্তা দিলেন ডেরেকরা

এনআরসি ইস্যুতে অসমের নাগরিক পাশে দাঁড়াতে তৃণমূল প্রতিনিধি দল গেলেও, তাঁদের উদ্দেশ্য সাধিত হয়নি। এবার কিন্তু তিনসুকিয়ায় নিহতদের পরিজনবর্গের পাশে দাঁড়াল তৃণমূলের প্রতিনিধি দল।

Google Oneindia Bengali News

এনআরসি ইস্যুতে অসমের নাগরিক পাশে দাঁড়াতে তৃণমূল প্রতিনিধি দল গেলেও, তাঁদের উদ্দেশ্য সাধিত হয়নি। বিমানবন্দরেই তাঁদের আটকে দিয়েছিল বিজেপি পরিচালিত অসম সরকারের পুলিশ-প্রশাসন। এবার কিন্তু তিনসুকিয়ায় নিহতদের পরিজনবর্গের পাশে দাঁড়াল তৃণমূলের প্রতিনিধি দল। তবে বিজেপি বাধা না দিলেও, একেবারে ফাঁকা জমি দিল না।

ডেরেকের নেতৃত্বে অসমে

ডেরেকের নেতৃত্বে অসমে

এদিন সাংসদ ডেরেক ও'ব্রায়ানের নেতৃত্বে তৃণমূলের চার সদস্য স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন। তাঁদের কথা শুনলেন। ডেরেক-মহুয়ারা তাঁদেরকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। নিহতদের পরিবার পিছু এক লক্ষ টাকা সাহায্যের ঘোষণাও করলেন তাঁরা। বললেন, বাংলার মানুষ আপনাদের পাশে আছেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন, থাকবেন।

স্বজনহারাদের বার্তা তৃণমূলের

এদিন তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও'ব্রায়ান, মহুয়া মৈত্র, মমতাবালা ঠাকুর, নাদিমুল হক রবিবার সকালেই পৌঁছন অসমের ডিব্রুগড়ে। বিমানবন্দরে নামার পর তাঁরা পুলিশের সঙ্গে কথা বলেই তিনসুকিয়ায় প্রবেশ করেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। স্বজনহারা পরিবারের হাহাকার আর বুকফাটা কান্নায় একটু প্রলেপ লাগানো বার্তা দেন তাঁরা।

ফেসবুক লাইভে মহুয়া

গ্রামের পথে যেতে যেতে তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র ফেসবুক লাইভ করেন। ফেসবুক লাইভে তিনি বার্তা দেন, বাংলার মানুষ আপনাদের পাশে আছে। আপনাদের ভয়ের কিছু নেই। বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, থাকবেন। আপনাদের বিপদে কেউ পাশে না থাকলেও বাংলা আপনাদের পাশে থাকবে। সেজন্যই আজ আমরা ছুটে এসেছি।

স্বজনহারাদের কথা শুনল তৃণমূল

এনআরসি ইস্যুর পরই তৃণমূল এখানে আসতে চেয়েছিল। কিন্তু অসম প্রশাসন তাঁদের আসতে দেয়নি। মহুয়া মৈত্র, মমতাবালা ঠাকুররা সেই প্রতিনিধি দলে ছিলেন। তবে এদিন তাঁরা পৌঁছলেন তিনসুকিয়ার স্বজনহারাদের পাশে। ডেরেক ও'ব্রায়ান বলেন, স্বজনহারা মানুষদের কথা শুনে, আমাদের মুখের ভাষা হারিয়ে গিয়েছে, তাঁরা জানতে চেয়েছে, আমাদের ছেলেরা কী দোষ করেছিল, যে এভাবে খুন হতে হল।

বিজেপি বিধায়কও গেলেন

বিজেপি বিধায়কও গেলেন

বিজেপি প্রশসান এবার বাধা না দিলেও, তৃণমূলকে ফাঁকা জমি দিল না। তৃণমূল প্রতিনিধি দল পৌঁছনোর দিনেই বিজেপি বিধায়ক গেলেন স্বজনহারা পরিবারদের পাশে দাঁড়াতে। তিনি প্রায় তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছনোর মূহূর্ত আগেই তিনি যান, পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, এখন রাজনীতি করার সময় নয়, তাই তিনিও দ্বিধাদ্বন্দ্ব ভুলে এসেছেন স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে।

English summary
TMC gives message of Mamata Banerjee regarding Tinsukia massacre. BJP does not give free space for politics. BJP MLA also goes and stands beside him,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X