For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতির প্রাণনাশের হুমকি! গ্রেফতার কেরালার পুরোহিত, কারণবারি না অন্য কারণ

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কেরালার এক পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। সেই পুরোহিত পরে দাবি করেন যে তিনি রাতে অতিরিক্ত পান করে ফেলেছিলেন। তারপর ভুল করে এই কাজ করে ফেলেন।

Google Oneindia Bengali News

সোমবার কেরালার ত্রিশুর থেকে এক পুরোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-এর প্রাণনাশের হুমকি দিয়েছেন। পুলিশ জানিয়েছে রবিবার গভীর রাতে পি জয়রমণ নামে ওই পুরোহিত পুলিশে ফোন করে ত্রিশুরের সেন্ট থমাস কলেজে বোম রাখার দাবি করে। সোমবার ওই কলেজের এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির যোগ দেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির প্রাণনাশের হুমকি! গ্রেফতার কেরালার পুরোহিত

তিনদিনের কেরল সফরে রবিবার তিরুবন্তপুরমে এসেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। আর সেই রাতেই প্রায় ১টা নাগাদ ত্রিশুরের পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসে জয়রমণের। জড়ানো গলায় তিনি জানান, সেন্ট থমাস কলেজে রাষ্ট্রপতির প্রাণনাশের জন্য তিনি একটি বোমা রেখেছেন।

তাঁর গলা শুনে পুলিশ বুঝতে পারে তিনি মদ্যপ। তাও কোনও রকম ঝুঁকি না নিয়ে রাতেই ফোন নম্বরের সূত্র ধরে পুলিশ খুঁজে বের করে ওই ফোনকলের মালিক পি জয়রমণকে। আটক করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে সে ত্রিশুরের 'চিরকাল ভাগ্যবতী' মন্দিরের পুরোহিত।

পুরোহিত হয়ে তিনি রাষ্ট্রপতির প্রাণ নাশের হুমকি দিলেন কেন? পুলিশ জানিয়েছে জেরার জয়রমণ দাবি করেছে রবিবার রাতে তাঁর পানের মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছিল। তারপরেই এরকম একটা ফোন করার ইচ্ছে হয় তাঁর।

তাঁর দাবি সঠিক হলে, বেশি মাত্রায় পানের কড়া মূল্য চোকাতে হবে তাঁকে। পুলিশ তাঁর বিরুদ্ধে অপরাধমূলক শাসানির মামলা করেছে। সেই সঙ্গে চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। সত্যিই অতিরিক্ত পান করে বেসামাল হয়ে তিনি একাজ ঘটিয়েছেন, না এর পিছনে সত্যিই কোনও হুমকি রয়েছে - তা খতিয়ে দেখছে পুলিশ।

English summary
A priest from Kerala is arrested by the police for allegedly threatening to kill President Ramnath Kovind. The priest later claimed that he was too drunk at the night and it was a mistake.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X