For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে সংখ্যাগরিষ্ট আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি! টিভি-৫-এর জনমত সমীক্ষায় আর কী চমক

উল্টে যেতে পারে জনমত সমীক্ষার সমস্ত আভাষ। বিশেষ করে টিভি ৫ তাদেরর জনমত সমীক্ষায় যে দাবি করেছে তা চমকে দেওয়ার মতো। কারণ, টিভি ৫ তাদের জনমত সমীক্ষায় দাবি করেছে যে কর্ণাটকের শাসনভার হারাতে চলেছে কংগ্রেস।

Google Oneindia Bengali News

উল্টে যেতে পারে জনমত সমীক্ষার সমস্ত আভাষ। বিশেষ করে টিভি ৫ তাদের জনমত সমীক্ষায় যে দাবি করেছে তা চমকে দেওয়ার মতো। কারণ, টিভি ৫ তাদের জনমত সমীক্ষায় দাবি করেছে যে কর্ণাটকের শাসনভার হারাতে চলেছে কংগ্রেস। আর দাক্ষিণাত্যের এক রাজ্যে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। এই জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে বিজেপি কর্ণাটক বিধানসভার ২২৫টি আসনের মধ্যে অন্তত ১১৫টি আসনে জয়ী হতে পারে।

কর্ণাটকে সংখ্যাগরিষ্ট আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি! টিভি-৫-এর জনমত সমীক্ষায় আর কী চমক

[আরও পড়ুন:বৃহৎ দল কংগ্রেস! কর্ণাটক নিয়ে আর কী বলছে এবিপি নিউজ-সিএসডিএস জনমত সমীক্ষা ][আরও পড়ুন:বৃহৎ দল কংগ্রেস! কর্ণাটক নিয়ে আর কী বলছে এবিপি নিউজ-সিএসডিএস জনমত সমীক্ষা ]

টিভি ৫-এর জনমত সমীক্ষায় কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৭০টি আসন। জেডি(এস) পেতে পারে ৪০টি আসন।

মুখ্যমন্ত্রী পদে কাকে দেখতে চান? এই প্রশ্নের উত্তরে ইয়েদুরাপ্পা সবার আগে। ৩৮.১১% ভোটদাতা তাঁকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন বলে জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে। বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে পুনরায় মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছেন অন্তত ৩৭.০৩% ভোটদাতা, টিভি-৫-এর সমীক্ষায় এমনই দাবি করা হয়েছে। জেডি(এস) নেতা কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন ১৮.৩৩% মানুষ।

ভোট শেয়ারিং-এর প্রশ্নেও বিজেপি এগিয়ে রয়েছে বলে এই জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে। বিজেপি অন্তত ৩৬ থেকে ৩৮ % ভোট পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। কংগ্রেসের ঝুলিতে ৩৩ থেকে ৩৫% ভোট পড়ার সম্ভাবনা রয়েছে। জেডি(এস)-এর ঝুলিতে ২০ থেকে ২২% ভোট পড়তে পারে বলে মনে করা হচ্ছে। অন্যান্যরা ৬-৮% ভোট পেতে পারেন বলে টিভি ৫-এর জনমত সমীক্ষায় দাবি করা হয়েছে।

এতসত্ত্বেও বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার শাসন ক্ষমতা ভরসা পোষণ করেছেন অন্তত ৫০ শতাংশ মানুষ। সমীক্ষায় যে তথ্য সামনে এসেছে তাতে সিদ্ধারামাইয়ার সরকারকে ভালো বলেছেন অন্তত ৫০.৭৩% মানুষ। ৪৯.২৭ % মানুষ সিদ্ধারামাইয়ার সরকারকে অকাজের বলে বর্ণনা করেছেন।

লিঙ্গায়েতদের আলাদা জাতিগোষ্ঠী হিসাবে উল্লেখ করা প্রসঙ্গে বিশাল সংখ্যক এই বিষয়ে বিরুদ্ধ মত পোষণ করেছেন। ৬১.১১% মানুষ লিঙ্গায়েতদের জন্য আলাদা জাতির তকমার বিরোধী। ৩৯.৮৯% মানুষ লিঙ্গায়েতদের জন্য আলাদা জাতির তকমার পক্ষে সওয়াল করেছেন।

টিভি ৫ তাদের এই জনমত সমীক্ষায় প্রধানমন্ত্রী পদ নিয়েও তথ্যানুসন্ধান চালিয়েছে। এতে দেখা যাচ্ছে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য কর্ণাটকের মানুষ এই মুহূর্তে ৫৫% ভরসা পোষণ করে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে চাইছেন। অন্যদিকে, রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ করছেন কর্ণাটকের ৪৫% মানুষ।

এই জনমত সমীক্ষায় আরও কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর তাতে কর্ণাটকের মানুষ পানীয় জলের সমস্যা, কর্মসংস্থানের অপ্রতুলতা, বিদ্যুৎ, রাস্তা, পরিবহণ, শিক্ষা, নিকাশী-কে এই মুহূর্তে রাজ্যের প্রধান সমস্যা বলে বিবেচিত করেছেন।

English summary
Congress is going to loose Karnataka? A question has come up after seeing the result of TV 5 Opinion Poll. This opinion poll is indicating that BJP is coming to the power with 115 seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X