For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরীর জগন্নাথের দরজা ভক্তদের জন্য রুদ্ধ হতেই, তিরুপতিতে নয়া পদক্ষেপ করোনার জেরে

  • |
Google Oneindia Bengali News

পুরী জগন্নাথ মন্দিরের তরফে আগেই জানানে হয়েছে যে পুরীর মন্দিরে আপাতত ভক্তসমাগম হবে না। এমন পরিস্থিতিতে তিরুমালা তিরুপতি বোপ্ডের তরফেও করোনা আতঙ্কের জেরে বড়সড় পদক্ষেপ নেওয়া হল। সেখানের ভেঙ্কটেশ্বরা স্বামী মন্দির বা বালাজি মন্দির আপাতত ভক্তদের জন্য বন্ধ থাকবে। এমনই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

পুরী জগন্নাথের দরজা ভক্তদের জন্য রুদ্ধ হতেই, তিরুপতিতে নয়া পদক্ষেপ করোনার জেরে

তিরুপতি মন্দিরে রোজই হাজার হাজার মানুষের ভিড় হয়। আর সেই জমায়েত থেকে যাতে কোভিড ১৯ ছড়িয়ে না পড়ে তার জন্য চেষ্টায় রয়েছে তিরুপতি কর্তৃপক্ষ। আর তড়িঘড়ি এই পদক্ষেপ উঠে এসেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে এক ব্যক্তিকে ঘিরে করোনা সন্দেহ ছড়াতেই। এছাড়াও মন্দিরে আসা এক ভক্তের আচমকা জ্বর,কাশি, সর্দি ঘিরে সমস্যা ডূড়ান্ত আকার নেয়।তড়িঘড়ি বোর্ড মিটিং ডাকা হয় মন্দির কর্তৃপক্ষের। এরপরই তিরুমালায় ভক্তসমাগম বন্ধের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, এই অসুস্থ ভক্ত মহারাষ্ট্র থেকে এসেছেন বলে খবর। উল্লেখ্য, মহারাষ্ট্র ইতিমধ্যেই করোনা আক্রমণে জেরবার । সেখানে ৪৭ জন আক্রান্ত হয়েছেন করোনায়। আর এরপরই তিরুপতি কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে। এদিকে, ওই অসুস্থ ব্যক্তি আপাতত হাসপাতালে ভর্তি।

English summary
Thirumala Tirupati to close amid Corona virus outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X