For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতৃত্ব নিয়ে কোনও সঙ্কট নেই, দলীয় কোন্দলের মাঝেই রাহুল-সোনিয়ার হয়ে সাফাই সলমন খুরশিদের

নেতৃত্ব নিয়ে কোনও সঙ্কট নেই, দলীয় কোন্দলের মাঝেই রাহুল-সোনিয়ার হয়ে সাফাই সলমন খুরশিদের

  • |
Google Oneindia Bengali News

তিরে এসেও তরী ডুবেছে বিহারের বিরোধী মহাজোটের। তার ফলে ম্যাজিক ফিগারের ধারে কাছে গিয়েও বিহারের ক্ষমতা দখল করতে পারলনা আরেজি-কংগ্রেস-বামেদের জোট।যদিও এর জন্য 'কংগ্রেসের অত্যন্ত খারাপ পারফর্মেন্সকেই’ কাঠগড়ায় তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকী কংগ্রেসের জাতীয় নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠথে শুরু করেছে দলের অন্দরেই। এবার তা নিয়ে মুখ খুলতে দেখা গেল কংগ্রেস নেতা সলমন খুরশিদকে।

ছুটির মেজাজে রয়েছে কংগ্রেস, তোপ বিজেপির

ছুটির মেজাজে রয়েছে কংগ্রেস, তোপ বিজেপির

এদিকে কংগ্রেসের ব্যর্থতা নিয়ে খোঁজ দিতে ছাড়েনি বিজেপি শিবিরও। বিহারের দ্বিতীয় দফা ভোট চলাকানী রাহুলের সিমলা ভ্রমণকেও তুলোধনা করেছেন বিজেপি আইটি হেড অমিত মালব্য। পাশাপাশি খোদ সোনিয়া গান্ধী রাহুল গান্থীর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন দলের অনেক ছোট বড় নেতা। প্রকাশ্যেই দলের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন কপিল সিব্বল এবং পি চিদম্বরমের মতো প্রবীণ কংগ্রেস নেতারা।

 সোনিয়া-রাহুলের হে সাফাই গাইতে ময়দানে খুরশিদ

সোনিয়া-রাহুলের হে সাফাই গাইতে ময়দানে খুরশিদ

এমতাবস্থায় সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে খুরশিদের সাফ বক্তব্য, ‘‘দলীয় নেতৃত্ব আমার কথা শোনে। আমাকে নতুন করে সুযোগও দেওয়া হয়েছে। এমনকী যাঁরা তাদের সমালোচনা করছেন তাদেরও সুযোগ দিয়েছেন সোনিয়া-রাহুল। বাস্তবিক ক্ষেত্রে যদি সত্যিই নেতৃত্ব না শুনত তা হলে এই প্রতিচ্ছবি কী দেখতে পাওয়া যেত?'

 দলের মধ্যে নেতৃত্ব নিয়ে কোনও সমস্যা নেই!

দলের মধ্যে নেতৃত্ব নিয়ে কোনও সমস্যা নেই!

শুধু তাই নয় নেতৃত্ব নিয়ে দলীয় কোন্দলের জবাবে খুরশিদ রীতিমতো রাগাণ্বিত হয়েই বলেন, "আমি জোর দিয়ে বলছি দলের মধ্যে নেতৃত্ব নিয়ে কোনও সমস্যা নেই। আর এটা অন্ধ ছাড়া সকলেই বুঝতে পারবেন।" যদিও কপিল সিব্বল বা পি চিদম্বরমের বিদ্রোহী মনোভাবের প্রসঙ্গ উঠলে তা সুকৌশলে এড়িয়ে যান খুরশিদ।

 পূর্ণসময়ের সভাপতি নিয়েও চরমে ওঠে বাকবিতন্ডা

পূর্ণসময়ের সভাপতি নিয়েও চরমে ওঠে বাকবিতন্ডা

এদিকে বিহারে প্রায় ৭০ টি আসনে লড়লেও জয়ের নিরিখে ২০-র গণ্ডিও টপকাতে পারেনি কংগ্রেস। পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে উপনির্বাচনেও ধরাশায়ী হয়েছে কংগ্রেস। ভোটের ফলাফল সামনে আসতেই কংগ্রেসের নির্বাচন কৌশল নিয়ে সরাসরি কটাক্ষ করেন কপিল সিব্বল ও পি চিদাম্বরম। পাশাপাশি রাহুল পদ থেকে সরে যাওয়ার পর ১৮ মাস পেরিয়ে গেলও দলে পূর্ণসময়ের সভাপতি নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে। তারপরেই দলীয় কোন্দলে নেমে পড়েন একের পর এক কংগ্রেসী নেতা। আসরে নামতে দেখা যায় লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকেও।

নানা ইস্যুতে বাম, কংগ্রেসের জোটে জট! এবার নামছেন রাহুল গান্ধীনানা ইস্যুতে বাম, কংগ্রেসের জোটে জট! এবার নামছেন রাহুল গান্ধী

English summary
There is no crisis with the leadership of the Congress, said Salman Khurshid
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X