For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দৈনিক সংক্রমণে খানিক পারাপতন, বেড-অক্সিজেন ঘাটতিম মাঝে আতঙ্ক কমছে না গোটা ভারতে

দৈনিক সংক্রমণে খানিক পারাপতন, বেড-অক্সিজেন ঘাটতিম মাঝে আতঙ্ক কমছে না গোটা ভারতে

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে লাগামছাড়া করোনা সংক্রমণ থামার কোন লক্ষণই নেই। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা ভারত। প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, হাসপাতালে বেড নেই, নেই পর্যাপ্ত অক্সিজেনও। গত ২৪ ঘণ্টা গোটা দেশে ফের খানিকটা কমল করোনা সংক্রমণের পরিমাণ। গত একদিনে গোটা দেশে করোনার কবলে পড়লেন ৩ লক্ষ ৯২ হাজারের বেশি মানুষ। তবে দৈনিক মৃত্যু এবার ৪ হাজারের গণ্ডি ছুঁইছুঁই।

দৈনিক সংক্রমণে খানিক পারাপতন, বেড-অক্সিজেন ঘাটতিম মাঝে আতঙ্ক কমছে না গোটা ভারতে

এদিকে গত শুক্রবার দেশে করোনায় আক্রান্ত হয়েছিল ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন। দৈনিক সংক্রমণের নিরিখে যা ছিল গোটা বিশ্বে এখনও পর্যন্ত সর্বাধিক। ফল নতুন করে বাড়তে থাকে উদ্বেগ। তবে আজ সেই সংখ্যাটা খানিকটা কমে ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জনে এসে দাঁড়িয়েছে। তবে দৈনিক মৃত্যু এই নিয়ে টানা ৪ দিন তিন হাজারের উপরেই থাকল । গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৮৯ জনের। এত আতঙ্কের মাঝেও খুশির খবর এই যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭ হাজার ৮৬৫ জন।

অন্যদিকে এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩৩,৪৯,৬৪৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১,৯৫,৫৭,৪৫৭ জন। এদিকো করোনাকে বাগে আনতে টিকাকরণে গতি বাড়াচ্ছে কেন্দ্র। ইতিমধ্যেই কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের পর তৃতীয় ভ্যাকসিন হিসেবে ভারতে আপৎকালীন ব্যবহারের ছাড়পত্র পেয়েছে মস্কোর গ্যামেলিয়া ইন্সস্টিটিউটের তৈরি স্পুটিনিক ভি। বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন হিসেবে দাবি করা হয় এই ভ্যাকসিনকে। এই ভ্যাকসিনের প্রথমন চালান শনিবার হায়দরাবাদেও এসে পৌঁছেছে।


English summary
daily corona infection has decreased in India, the state is not decreasing the concern
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X