For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার থেকে কোন কোন ক্ষেত্রে লকডাউনে ছাড়, একনজরে

সোমবার থেকে কোন কোন ক্ষেত্রে লকডাউনে ছাড়, একনজরে

  • |
Google Oneindia Bengali News

সোমবার দ্বিতীয় দফার লকডাউনের ষষ্ঠ দিন। অন্যদিনের ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের ২৭ তম দিন। সেই দিন থেকেই কিছু কিছু বিষয়ে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী ২০ এপ্রিল থেকে লকডাউনে ছাড়ের কথা উল্লেখ করেছিলেন।

নির্দিষ্ট কারণে ছাড় ব্যক্তিগত গাড়িকে

নির্দিষ্ট কারণে ছাড় ব্যক্তিগত গাড়িকে

সোমবার সকাল থেকে নির্দিষ্ট কারণ দেখাতে পারলে ব্যক্তিগত গাড়িকে ছাড় দেওয়া হবে। তবে সেক্ষেত্রে নিয়ম মানতে হবে। চার টাকার গাড়ির ক্ষেত্রে চালকের পাশে কেউ বসতে পারবে না। পিছনের আসনে মাত্র দুজন বসতে পারবেন। দুচাকার গাড়িতে যেতে পারবেন শুধুমাত্র চালকই।

 ছাড় নয় ট্যাক্সি, অটোকে

ছাড় নয় ট্যাক্সি, অটোকে

আরাতত ৩ মে পর্যন্ত অটো, ট্যাক্সি ও ক্যাব পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অফিসের কাজে দূরত্ব বজায় রাখতে হবে ১০ ফুট

অফিসের কাজে দূরত্ব বজায় রাখতে হবে ১০ ফুট

সোমবার থেকে সরকারি বেসরকারি ক্ষেত্রে অফিস খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেখানে যেমন মাস্ক পরে থাকতে হবে, ঠিক তেমনই কাজের সময় ১০ ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। একই সময়ে আগের মতো বহু মানুষ একসঙ্গে কাজ করতে পারবেন না। প্রয়োজনে শিফটের বন্দোবস্ত করতে হবে। থার্মাল স্ক্যানার রাখতে হবে। কর্মীদের জন্য পিকআপ ও ড্রপের বন্দোবস্ত রাখতে হবে।

তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী অন্য ক্ষেত্রে ৩৩ শতাংশ কর্মীকে কাজে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায়।

ই-কমার্সের কাজ

ই-কমার্সের কাজ

কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে ই-কমার্সের তরফে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা করা যাবে।

পণ্য পরিবহণ

পণ্য পরিবহণ

কেন্দ্রের তরফ থেকে সোমবার থেকে পণ্য পরিবহণের অনুমতি দেওয়া হয়েছে।

শুধু করা যাবে পরিষেবার কাজ

শুধু করা যাবে পরিষেবার কাজ

মোটর মেকানিক হোক কিংবা বাড়িতে বিদ্যুতের যন্ত্রাংশের পরিষেবার কাজ যাঁরা করেন, তাঁদের ক্ষেত্রে কাজের অনুমতি দেওয়া হয়েছে।

 জরুরি পরিষেবা

জরুরি পরিষেবা

সব ধরনের জরুরি পরিষেবাই সোমবার থেকে সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

খোলা থাকবে মুদির দোকান

খোলা থাকবে মুদির দোকান

সামাজিক দূরত্বের বিধি মেনে খোলা রাখা যাবে মুদির দোকান।

নির্মান কাজে অনুমতি

নির্মান কাজে অনুমতি

নির্মাণ কাজে অনুমতি দেওয়া হলেও, ভিন রাজ্য থেকে শ্রমিক আনা যাবে না বলে জানানো হয়েছে।

কৃষিকাজ, ইটভাটা, প্যাকেজিং-এ অনুমতি

কৃষিকাজ, ইটভাটা, প্যাকেজিং-এ অনুমতি

সোমবার থেকে যেমন কৃষিকাজে অনুমতি দেওয়া হয়েছে। ঠিক তেমনই ইটভাটাও চালু থাকবে বলে জানানো হয়েছে কেন্দ্রের নির্দেশিকায়। খাদ্যদ্রব্যের প্যাকেজিং ও মার্কেটিং-এ অনুমতি দেওয়া হয়েছে। তবে সবই করতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে।

English summary
There are Exemption in Coronavirus Lockdown from 20 April. India Govt has decided on this
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X