For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নদীতে প্রবল স্রোতে ভোসে যাচ্ছে হাতি, উত্তরাখণ্ডে মেঘ-ভাঙা বন্যার ভিডিও ভাইরাল

গত দু’দিন ধরে নাগাড়ে বৃষ্টি চলছে। উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। মুষলধারে বৃষ্টিতে দেবভূমির বেশ কয়েকটি অঞ্চল এখন জলের তলায়।

  • |
Google Oneindia Bengali News

গত দু'দিন ধরে নাগাড়ে বৃষ্টি চলছে। উত্তরাখণ্ডের বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। মুষলধারে বৃষ্টিতে দেবভূমির বেশ কয়েকটি অঞ্চল এখন জলের তলায়। এই অবস্থায় বন্যায় হাতি ভেসে যাওয়ার দৃশ্য যেমন বিরল, তেমনই মুহূর্তে তা ভাইরাল হয়ে উঠল। নদীর স্রোতে হাতির ভেসে যাওয়ার ভিডিও-র একটি ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

নদীতে প্রবল স্রোতে ভোসে যাচ্ছে হাতি, ভিডিও ভাইরাল

উত্তরাখণ্ডের গৌলা নদী হঠাৎ করেই খরস্রোতা হয়ে গিয়েছে। এই নদীতে জলস্রোতের তীব্রতা বৃদ্ধির কারণে হলদওয়ানিতে সেতুর একটি অংশ ভেঙে পড়ে। নদী থেকে জলস্রোত ভীষণভাবে প্রবাহিত হচ্ছে এবং তা পথের যাবতীয় ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেই দৃশ্য বড়ই ভয়ঙ্কর। এই ধরনের ভয়ঙ্কর ভিডিও-র মধ্যেই দেখা গেল নৈনিতালের গৌলা নদীর চরে একটি হাতি আটকে রয়েছে। প্রবল জলস্রোতে হাতিও পড়েছে বেকায়দায়।

গৌলা নদীর প্রবল জলস্রোতে ভেসে যাওয়া হাতির বাঁচার অদম্য চেষ্টার সেই ভিডিও আইএফএস অফিসার সুরেন্দ্র মেহরা টুইটারে শেয়ার করেন। আইএফএস অফিসারের টুইটারে শেয়ার করা ওই ভিডিও নেটিজেনদের হতবাক করে দিয়েছে। ভিডিও ক্লিপে দেখা যায়, হাতিটি অসহায়ভাবে প্লাবিত এলাকা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে। জলের প্রবল টানে অসহায়, কিন্তু চেষ্টার কসুর করছে না হাতিটি।

উত্তরাখণ্ডে ফুঁসে ওঠা নদীতে একটি হাতি আটকে পড়ে। এই ভিডিও শেয়ার হতেই ৮ হাজারের বেশি ভিউ হয়েছে। ভিডিওটি নেটিজেনরা বিভিন্ন ধরনের মতামত শেয়ার করেছেন। বন্যাকে 'মনুষ্যসৃষ্ট' দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা থেকে শুরু করে হাতির অবস্থা সম্পর্কে খোঁজখবর নেওয়া পর্যন্ত মানুষ নানাভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ভয়ানক এই দৃশ্য। দেখেই কেউই চুপ করে থাকতে পারেননি। হাতিটির কী হল, সে উদ্ধার পেল কি না, তা জানতে উৎকণ্ঠা মানুষের। তাঁরা সকলেই জানতে চান হাতিটির কী হল। হাতিটি কি উদ্ধার পেল উত্তাল প্রকৃতির রোষ থেকে। নাকি জলস্রোতে হারিয়ে গেল হাতিটি। তবে বন দফতরের নজরে যখন পড়েছে তার তো একটা উপায় হবেই।

হাতিটিকে ওই অসহায় অবস্থায় দেখে চটদলদি বন দফতরের কর্মকর্তাদের সহায়তায় উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা বাহিনী। বন দফতরের এক আধিকারিক সন্দীপ কুমার বলেন, আমরা হাতিটির ওই অবস্থার কথা শুনেই বন বিভাগের একটি দল প্রেরণ করেছিলাম। হাতিটি নদী পার করে দেব রামপুরের দিকে চলে গিয়েছিল। বন বিভাগ বনের দিকে এগিয়ে যায়। হাতির গতিবিধি পর্যবেক্ষণ করে তাকে উদ্ধার করা হয় বলে ডিএফও হালদওয়ানি জানান।

English summary
The video of elephant flooded in Uttarakhand’s river is viral and the elephant is rescued later by forest department.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X