For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ বছরের পুরনো গাড়ির রেজিষ্ট্রেশন খরচ আটগুণ বাড়াল কেন্দ্র

১৫ বছরের পুরনো গাড়ির রেজিষ্ট্রেশন খরচ আটগুণ বাড়াল কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক বেশি পুরনো গাড়ির ক্ষেত্রে পুনঃনিবন্ধনের মূল্য বাড়ানো হচ্ছে বলে ঘোষণা করেছে। ১৫ বছরের বেশি পুরানো যানবাহনের আবার রেজিস্ট্রেশনের করতে এই বছরের এপ্রিল থেকে আট গুণ বেশি খরচ হবে লে জানিয়েছে কেন্দ্র। কেন্দ্র প্রকাশিত বিজ্ঞপ্তিটিতে জাতীয় রাজধানী অঞ্চলগুলিকে ছাড় দেওয়া হয়েছে৷ যেখানে পেট্রোল এবং ডিজেলের যানবাহন এমনিতেই ১৫-১০ বছরের মধ্যে ডিরেজিস্ট্রেশন করা হয়।

কী বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে?

কী বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে?

বিজ্ঞপ্তিটি বলা হয়েছে ১ লা এপ্রিল থেকে ১৫ বছরের পুরনো যানবাহনের রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের জন্য বর্তমান ৬০০ টাকার তুলনায় ৫০০০ টাকা খরচ হবে৷ টু হুইলারের ক্ষেত্রে, ফি এখন ৩০০ যেটি বেড়ে ১০০০ টাকা হবে৷ বিদেশ থেকে ইমপোর্ট করা গাড়ির জন্য, এই খরচ বর্তমানের ১৫০০০ টাকা থেকে বেড়ে ৪০ হাজার টাকা হবে৷ যদি কোনও গাড়ির মালিক এই রেজিস্ট্রেশন পুনর্নবীকরণে দেরি করেন তাহলে তাঁকে হলে প্রতি মাসে ৩০০ টাকা জরিমানা দিতে হবে।

বাড়ছে বানিজ্যিক গাড়ির জরিমানও!

বাড়ছে বানিজ্যিক গাড়ির জরিমানও!

অন্যদিকে বাণিজ্যিক গাড়ির জন্য জরিমানা প্রতি মাসে ৫০০ টাকা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিটিতে। এর পাশাপাশি, নতুন নিয়মে আরও বলা হয়েছে যে ১৫ বছরের বেশি পুরানো ব্যক্তিগত গাড়িগুলিকে প্রতি পাঁচ বছর পর পর নতুন রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে। সরকারী তথ্য দেখায় যে এনসিআর সহ ভারতে কমপক্ষে ১২ মিলিয়ন যানবাহন স্ক্র্যাপিং হওয়ার জন্য প্রস্তুত।

রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সহজ করার প্রচেষ্টা সরকারের!

রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সহজ করার প্রচেষ্টা সরকারের!

এই প্রক্রিয়াটি সহজ করার জন্য, পরিবহণ মন্ত্রক অনলাইনে আবেদন করার অনুমতি দিয়েছে। যানবাহন স্ক্র্যাপিংয়ের জন্য সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ডিজিটালি জমা দেওয়া হবে। আরভিএসএফ-গুলি গাড়ির মালিকদের তাদের যানবাহন স্ক্র্যাপ করার জন্য ডিজিটাল মাধ্যমে আবেদন করার সহায়তা কেন্দ্র হিসাবে কাজ করবে।

বাহন পোর্টালের মাধ্যমে করা যাবে আবেদন

বাহন পোর্টালের মাধ্যমে করা যাবে আবেদন

আরভিএসএফ এছাড়াও ডিজিটালভাবে বাহন পোর্টালের মাধ্যমেই সংশ্লিষ্ট মন্ত্রক যাচাই করবে যে কোনও মোটর গাড়ির নিবন্ধনের শংসাপত্রে ভাড়া-ক্রয়, লিজ গাড়ির জন্য যথাযথভাবে ডিসচার্জ করা হয়েছে কিনা গাড়ির কোন সরকারি বকেয়া আছে না নেই! এবং গাড়িটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে কিনা! যদি কোনও যানবাহন এই তথ্যগুলির মধ্যে কোনটিতে ব্যর্থ হয়, মালিককে পুনরায় ডিজিটাল অ্যাপ্লিকেশন জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে না।

লন্ডনে স্টেশনের নাম বাংলায়! গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে দিলেন বার্তা লন্ডনে স্টেশনের নাম বাংলায়! গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে দিলেন বার্তা

English summary
The registration cost of a 15-year-old car has increased eightfold
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X