For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিন্ন মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স বছরে দু’বার! ছাত্রছাত্রীদের সামনে মহার্ঘ সুযোগ

অভিন্ন মেডিকেল জয়েন্ট্র এন্ট্রান্স পরীক্ষা ব্যবস্থায় বদল আনতে চলেছে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। এবার থেকে বছরে দু’বার মেডিকেল জয়েন্ট হবে।

Google Oneindia Bengali News

অভিন্ন মেডিকেল জয়েন্ট্র এন্ট্রান্স পরীক্ষা ব্যবস্থায় বদল আনতে চলেছে কেন্দ্রের মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। এবার থেকে বছরে দু'বার মেডিকেল জয়েন্ট হবে। একই ছাত্রছাত্রী দু'বার অভিন্ন মেডিকেল জয়েন্টে বসতে পারবেন। যে পরীক্ষায় বেশি নম্বর পাবেন, সেটিই গণ্য করা হবে। ছাত্রছাত্রীদের জন্য এ বছর থেকেই এই বিশেষ সুযোগ দিতে চলেছে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক।

অভিন্ন মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স বছরে দু’বার

মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, এবার থেকে প্রতি বছর দু-বার করে অভিন্ন মেডিকেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। ফেব্রুয়ারি ও মে মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনও ছাত্রছাত্রী ইচ্ছা করলেই দুবার পরীক্ষায় বসতে পারেন। যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর বেশি হবে, সেই নম্বরটিই মেরিট লিস্টে গণ্য হবে।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের নানারকম অসুবিধা থাকে। ফলে একটা বছর পিছিয়ে যেতে হয়। সেই সমস্যা দূর করতেই এই ব্যবস্থা করা হল। কোনও কারণে ফেব্রুয়ারি মাসে পরীক্ষায় বসতে না পারলে মে মাসে পরীক্ষায় বসার সুযোগ থাকছে ছাত্রছাত্রীদের সামনে।

জয়েন্ট এন্ট্রান্সের এই নয়া ব্যবস্থার ফলে ছাত্রছাত্রীদের আর একটা বছর নষ্ট হবে না। একইসঙ্গে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক জানিয়েছে, এখন থেকে সিবিএসই নয়, অভিন্ন মেডিকেল পরীক্ষার দায়িত্বে থাকবে এনটিএ। এই এনটিএ-র নিয়ম মেনেই পরীক্ষা হবে বছরে দুবার। আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম লাগু হচ্ছে।

English summary
The identical medical joint entrance examination will be twice in a year. Human resource development ministry announces that.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X