For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের উষ্ণতম স্থান ভারতেরই এই শহর, ৭৩ বছরের রেকর্ড ভাঙল একুশের মার্চ

বিশ্বের উষ্ণতম স্থান ভারতেরই এই শহর, ৭৩ বছরের রেকর্ড ভাঙল একুশের মার্চ

Google Oneindia Bengali News

৭৩ বছরের রেকর্ড ভেঙে দিল ভুবনেশ্বর। এ মরশুমে বিশ্বের উষ্ণতম স্থান হিসেবে চিহ্নিত হল ওড়িশার রাজধানী শহর। গত বুধবারই ভুবনেশ্বরের পারদ ৭৩ বছরের রেকর্ড ভেঙে দেয়। গত কয়েকদিন ধরেই ওড়িশায় পারদ চড়তে শুরু করে। লু বইতে শুরু করে। ১৯৪৮ সালে রাজধানী হওয়ার পর কোনওদিন মার্চে এত বাড়েনি তাপমাত্রা।

ভারত তথা বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার শহর

ভারত তথা বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রার শহর

মার্চের শেষদিনে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ভুবনেশ্বর। বুধবার রাজধানী শহর ভুবনেশ্বরের তাপমাত্রা ছিল ৪৪.২ ডিগ্রি। ওই তাপমাত্রা রেকর্ড গড়ে বিশ্বে। মঙ্গলবার ময়ূরভঞ্জ জেলার বারিপদার পারদ ছিল ৪৩.৬ ডিগ্রি। এই মরশুমে ভারত তথা বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। প্রথম দিন বারিপদা, তার পরদিনই ভুবনেশ্বর নয়া রেকর্ড সৃষ্টি করে।

৭৩ বছরের সব রেকর্ড ভেঙে উষ্ণতম শহর

৭৩ বছরের সব রেকর্ড ভেঙে উষ্ণতম শহর

১৯৪৮ সালে ভুবনেশ্বর ওড়িশার রাজধানী হিসেবে স্বীকৃতি পায়। তারপর থেকে কোনওদিন মার্চ মাসে এত গরম পড়েনি ভুবনেশ্বরে। এর আগে ২০১৬ সালের ২১ মার্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৪২.২ ডিগ্রি। এবার ৭৩ বছরের সব রেকর্ড ভেঙে মার্চের শেষদিনেই শিখরে পৌঁছে গেল ভুবনেশ্বরের তাপমাত্রা।

বিশ্বের উষ্ণতম স্থানের তালিকায় ওড়িশার ২ শহর

বিশ্বের উষ্ণতম স্থানের তালিকায় ওড়িশার ২ শহর

ভুবনেশ্বর একা নয়, বিশ্বের উষ্ণতম স্থানের তালিকায় রয়েছে ওড়িশার আরেক শহর বালাসোরও। ওইদিন বালাসোরেরও পারদ ছুঁয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবনের আধিকারিকরা জানিয়েছেন, পশ্চিম থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের কারণেই পারদ এতটা চড়েছে মার্চে। ওড়িশার ১৩ জায়গায় মার্চের শেষদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি পেরিয়ে গিয়েছে।

শুধু ওড়িশা নয়, মার্চ-এপ্রিলে রেকর্ড গরম বাংলাতেও

শুধু ওড়িশা নয়, মার্চ-এপ্রিলে রেকর্ড গরম বাংলাতেও

শুধু ওড়িশা নয়, বাংলাও কম যায় না গরমে। মার্চ-এপ্রিলে রেকর্ড গরম বাংলাতেও। ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ চড়েছে কলকাতায়। চার বছর পর সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিলে ৩৯ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। ২০১৬-য় শেষবার ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। গত চার বছরে ৩৯ ডিগ্রির নিচে ছিল এপ্রিল মাসের তাপমাত্রা।

৭৬ বছরের ইতিহাসে দিল্লির বুকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

৭৬ বছরের ইতিহাসে দিল্লির বুকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

হোলির দিনে রাজধানী দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানান, ৭৬ বছরের মধ্যে মার্চের সবচেয়ে উষ্ণতম দিন গেল সোমবার। ১৯৪৫ সালের পর ৭৬ বছরের ইতিহাসে দিল্লির বুকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ওইদিন।

ভারতের রাজধানী শহরে উষ্ণতম দিন

ভারতের রাজধানী শহরে উষ্ণতম দিন

তিনি জানান, ১৯৪৫ সালের ৩১ মার্চ সবচেয়ে উষ্ণতম দিন ছিল। সেদিন দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তারপর সোমবার অর্থাৎ ২৯ মার্চের তাপমাত্রা সর্বোচ্চ হিসেবে রেকর্ড করা হল ৭৬ বছরের ইতিহাসে। এতদিন ১৯৯৩ সালের ২৯ মার্চ দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ওইদিন তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি মার্চের তৃতীয় উষ্ণতম দিন।

প্রিয়াঙ্কা গান্ধীর পরিবারে করোনার দংশন, নেত্রী আইসোলেশনে প্রিয়াঙ্কা গান্ধীর পরিবারে করোনার দংশন, নেত্রী আইসোলেশনে

English summary
The hottest city of World is Bhubaneswar of Odisha with records temperature in 73 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X