For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের SSG নিরাপত্তা সরিয়ে নিল সরকার

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের SSG নিরাপত্তা সরিয়ে নিল সরকার

  • |
Google Oneindia Bengali News

এতদিন ধরে স্পেশ্যাল সিকিউরিটি গ্রুপের সুরক্ষা পেতেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি থেকে শুরু করে ফারুক আব্দুল্লাহর মতো নেতারা৷ তবে এবার আর নয়। প্রাক্তন মুখ্যমন্ত্রীদের কাছ থেকে এসএসজি সুরক্ষা কেড়ে নিল জম্মু-কাশ্মীর সরকার৷

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের SSG নিরাপত্তা সরিয়ে নিল সরকার

আধিকারিক সূত্রে খবর, সিকিউরিটি রিভিউ কো-অর্ডিনেশন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। সাধারণত এই কমিটিই কাশ্মীরের কোনও হেভিওয়েট ব্যক্তির আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা তা বিচার করে।জানা গিয়েছে, এসএসজি কম্যান্ডোর সংখ্যা কমানো হবে। যতজন না হলেই নয়, ঠিক ততজনকে নিয়োগ করা হবে ওই ব্যক্তিদের সুরক্ষার দায়িত্বে। সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশের অধঃস্তন কোনও পদের আধিকারিক সেই দলের নেতৃত্বে থাকবেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের সুরক্ষায় নিয়োজিত থাকবে এসএসজি৷

Air India বেসরকারিকরণের বিরুদ্ধে সুব্রহ্মণ্যম স্বামীর আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্টAir India বেসরকারিকরণের বিরুদ্ধে সুব্রহ্মণ্যম স্বামীর আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট

এই সিদ্ধান্তের ফলে ফারুখ আবদুল্লাহ, গুলাম নবি আজাদ, ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতির সুরক্ষা কমল। যদিও এর মধ্যে ফারুখ আবদুল্লাহ এবং গুলাম নবি আজাদের এনএসজি সুরক্ষা বাদ পড়ছে না। এঁরা দু'জনেই জেড ক্যাটাগরির সুরক্ষা প্রাপক৷ অন্য দু'জন অর্থাৎ মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহও জম্মু-কাশ্মীরে জেড ক্যাটাগরির সুরক্ষা পাবেন। কিন্তু অন্যান্য প্রদেশে তাঁদের সুরক্ষা কমবে বৈকি৷ এক্ষেত্রে জেলা পুলিশ ওই ব্যক্তিদের ঝুঁকি বিচার করে তাদের জন্য সুরক্ষার বন্দোবস্ত করবে। দরকারে ক্লোজ প্রোটেকশন টিমেরও বন্দোবস্ত করা হবে। সেক্ষেত্রে এসএসজি কম্যান্ডোদের বিশেষ গ্রুপকে কাজে লাগানো হবে৷

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীদের নিরাপত্তা থেকে যে সংখ্যক এসএসজি কম্যান্ডো সরানো হচ্ছে তাদের অন্যত্র ব্যবহার করা হবে৷ জম্মু কাশ্মীর পুলিশের অন্য বিভাগে কাজ করবেন তাঁরা। এভাবেই ওই আধিকারিকদের সবচেয়ে ভাল ভাবে ব্যবহার করা যাবে বলে মনে করা হচ্ছে৷

English summary
The government has removed the SSG security of former CMs of J and K
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X