For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মহামারির জেরে এ বছর জৌলুসহীনভাবে হবে মুম্বইয়ের লালবাগ রাজার গণেশ উৎসব

করোনা মহামারির জেরে এ বছর জৌলুসহীনভাবে হবে মুম্বইয়ের লালবাগ রাজার গণেশ উৎসব

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের গণেশ উৎসব ইতিহাসে এই প্রথমবার মুম্বইবাসী আড়ম্বরপূর্ণ ও জনপ্রিয় লালবাগ রাজা গণেশ পুজোর অভাব বোধ করবে। আর কিছুদিন পরেই মুম্বইয়ে ১১দিন ব্যাপী গণেশ উৎসব শুরু হবে। বুধবারই এই জনপ্রিয় পুজোর কিছু পরিবর্তন প্রকাশ্যে নিয়ে আসা হল।

এ বছর লালবাগ রাজায় থাকবে রক্ত ও প্লাজমা দান কর্মসূচী

এ বছর লালবাগ রাজায় থাকবে রক্ত ও প্লাজমা দান কর্মসূচী

লালবাগ রাজা সার্বজনিক গণেশ উৎসব মণ্ডলী জানিয়েছে যে পুজো ও অন্যান্য অনুষ্ঠানের জন্য বিশাল মূর্তির বদলে ৩-৪ ফিটের মূর্তি আনা হবে। পুজোর স্থানেই রক্ত ও প্লাজমা দানের ব্যবস্থাও থাকবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে গণেশ পুজোর উদ্যোক্তাদের কাছে অনুরোধ করেছিলেন যে এ বছরের পুজোয় কম জাঁকজমক কিন্তু বেশি ভক্তি সহকারে করতে হবে কারণ কোভিড-১৯ মহামারির জন্য।

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেশি

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ বেশি

দেশের মধ্যে করোনা ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে এই রাজ্যে। সংক্রমণ ও মৃত্যুর হার রাজ্যের সরকারের উদ্বেগ বাড়িয়েছে। দেশে যেখানে করোনা সংক্রমণের সংখ্যা ৫,৮৫,৪৯৩, সেখানে মহারাষ্ট্র একাই ১,৭৪,৭৬১ সংক্রমণ বহন করছে। এ রাজ্যে মৃত্যুর হার ১৭,৪০০। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠাকরে মহারাষ্ট্রের সব গণেশ উৎসব মণ্ডলী, বিশেষ করে রাজ্যের জনপ্রিয় ও বিরাট মূর্তির আয়োজকদের কাছে আর্জি করেছেন যে এ বছর গণেশ মূর্তির উচ্চতা যেন চার ফিটের বেশি না হয়।

১৫ ফিট থেকে ৪ ফিটের গণেশ মূর্তি

১৫ ফিট থেকে ৪ ফিটের গণেশ মূর্তি

সাধারণত লালবাগ রাজা গণেশ মূর্তির উচ্চতা ১৫ ফিট হয়। ২২ অগাস্ট থেকে শুরু হওয়া গণেশ উৎসবে মুম্বই, পুনে ও অন্য এলাকার বিরাট মূর্তির আয়োজন করা উদ্যোক্তারাও এ বছর সংযম করবে ও ছোট মূর্তি নিয়ে আসবে।

 ৭৫০টি কনটেইনমেন্ট জোন

৭৫০টি কনটেইনমেন্ট জোন

মঙ্গলবার বিএমসির পক্ষ থেকে বলা হয়েছে শহরে কনটেইনমেন্ট জোন বেড়ে ৭৫০ করা হয়েছে। মুম্বইয়ে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৭,৬৫৮। রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে।

বহু পুরনো গণেশ পুজো লালবাগ রাজার

বহু পুরনো গণেশ পুজো লালবাগ রাজার

৮৬ বছরের পুরনো ইচিহাস জড়িয়ে রয়েছে লালবাগ রাজা গণপতি মণ্ডলের সঙ্গে। বছরে একবার এই গণেশ উৎসবের সময়ই বলিউড ও ক্রীড়া জগতের তারকারা এই মণ্ডপে ভিড় জমান, এর পাশাপাশি বিশ্বজুড়ে বহু ভক্তই এই পুজো দেখতে আসেন। লালবাগ রাজার এই ১১ দিনের গণেশ উৎসব চিরাচরিত মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে।

চিনকে কিছুতেই সহ্য করতে পারছেন না ট্রাম্প, করোনা যত বাড়ছে তত রাগে ফুঁসছেন মার্কিন প্রেসিডেন্টচিনকে কিছুতেই সহ্য করতে পারছেন না ট্রাম্প, করোনা যত বাড়ছে তত রাগে ফুঁসছেন মার্কিন প্রেসিডেন্ট

English summary
the ganesh festival of lalbaugcha raja in mumbai will be without pomp this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X