উত্তরপ্রদেশ নির্বাচনে ব্রাহ্মণদের কাছে টানতে চার সদস্যের কমিটি গঠন করল BJP
২০২৪ লোকসভা নির্বাচনের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী বছরের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। আবার বিশেষজ্ঞদের মতে, আগামী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্রাহ্মণ ভোট। এবার সেই ভোট নিজেদের দখলে রাখতেই উঠেপড়ে লাগল বিজেপি। ব্রাহ্মণ ভোট যাতে হাতের বাইরে না যায়, তার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করল তারা।

উত্তরপ্রদেশ বিধানসভা ভোট যে বিজেপির জন্য লিটমাস টেস্ট হতে চলেছে, এ কথা প্রায় সকলেরই জানা। প্রাপ্ত খবর অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যের শাসককে নিয়ে একেবারেই খুশি নয় ব্রাহ্মণরা৷ কাজেই তাদের সমর্থন ধরে রাখতে বড় পদক্ষেপ নিল গেরুয়া শিবির৷ কমিটির প্রধান শিব প্রতাপ শুক্ল বললেন, 'সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি ব্রাহ্মণদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। গত পাঁচ বছরে বিজেপি সরকার কী কী করেছে তার খতিয়ান আমরা ব্রাহ্মণদের সামনে তুলে ধরব৷ ব্রাহ্মণদের জন্য বিজেপি যা করেছে, তা জানলে নিশ্চয়ই তাঁরা সন্তুষ্ট হবেন।'
শিব প্রতাপ শুক্ল ছাড়াও কমিটিতে রয়েছেন মহেশ শর্মা, অভিজিৎ মিশ্র, রাম ভাই মোরাকিয়া৷ যতই ব্রাহ্মণদের মধ্যে অসন্তোষের খবর ছড়িয়ে পড়ুক। এই কমিটি বিজেপির জয় নিয়ে যথেষ্ট আশাবাদী। মহেশ শর্মার কথায়, বিজেপি নিশ্চিতভাবে পরের বছর সরকার গঠন করবে। এবারের ফলাফল আগের বছরের চেয়েও ভাল হবে৷ বিজেপি সূত্রের খবর, উত্তরপ্রদেশের ব্রাহ্মণ নেতাদের পরামর্শেই এই কমিটি গঠন করা হয়েছে৷ কমিটি গঠনে সায় দিয়েছেন দলের জাতীয় প্রেসিডেন্ট জয় প্রকাশ নাড্ডা৷
এমনিতেই উত্তরপ্রদেশে জাতপাতের রাজনীতি ভীষণ স্বাভাবিক একটা বিষয়৷ সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজবাদী পার্টি বরাবরই পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তেমনই ব্রাহ্মণ ভোট আবার বিজেপির কাছে বড়সড় ভরসা। তবে ২০১৪ সালের পর থেকে ছবি বদলেছে। মোদী ঝড়ে পিছিয়ে পড়া জাতিও বিজেপিকে ভোট দিয়েছে। কাজেই সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির ভোটব্যাঙ্কে খরা পড়েছে। আগামী নির্বাচনে তাই ব্রাহ্মণ ভোটের দিকে নজর দিয়েছে তারা৷
