দিল্লি ও গুরুগ্রামে বায়ুদূষণের মাত্রা অতি সঙ্কট, নয়ডার অবস্থা গুরুতর! পাল্লা দিচ্ছে শীতও
ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে রাজধানীর দূষণ। যা নিয়ে চিন্তিত দিল্লিবাসী। দিল্লির আবহাওয়া গবেষণা বিভাগ বুধবার জানিয়েছে বাতাসের দূষণ সূচক ৩৮৫। অপরদিকে, নয়ডার বাতাসের দূষণ সূচক গুরুতর পর্যায়ে চলে গিয়েছে ৷ গুরুগ্রামেও একই অবস্থা। বাতাসের দূষণ সূচক অতি খারাপ বলে জানানো হয়েছে ৷

সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ (SAFAR) অনুসারে, দিল্লির বায়ুর গুণমান বুধবার 'খুব খারাপ' বিভাগে রয়ে গেছে এবং একটি সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৩৮৫ এ রেকর্ড করা হয়েছে।
নয়ডায় বাতাসের দূষণ সূচক দাঁড়িয়েছে ৫০৭ এবং গুরুগ্রামে দূষণ সূচক এখন ৩১৯ ৷ কেন্দ্রীয় সরকারের এজেন্সি নির্ধারিত বায়ুদূষণের মাত্রার বেশ কয়েকটি ধাপ রয়েছে ৷ সেই মতো শূন্য থেকে ৫০ এর মধ্যে দূষণ সূচক থাকলে তাকে ভাল বলে ধরা হয় ৷ ৫১ থেকে ১০০এর মধ্যে মোটামুটি। দূষণ সূচক ১০১-২০০ পরিমিত। ২০১ থেকে ৩০০ থাকলে খারাপ। ৩০১-৪০০ অতি খারাপ এবং ৪০১ থেকে ৫০০ বা তার বেশি হলে দূষণের মাত্রা গুরুতর বলে ধরা হয় ৷
এপ্রসঙ্গে দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই জানান, রাজধানী দিল্লির ১১ টি জেলায় আলাদা আলাদা পেট্রোলিং টিম গঠন করা হয়েছে ৷ যে পেট্রোলিং টিম দূষণ সংক্রান্ত নিয়ম ও সেই সংক্রান্ত অন্যান্য বিষয়গুলি মানা হচ্ছে কিনা, তার উপর নজরদারি চালাবে ৷ উল্লেখ্য, দূষণের জেরে দীর্ঘ কয়েক সপ্তাহ দিল্লির স্কুলগুলি বন্ধ ছিল ৷
উল্লেখ্য, কিছুদিন আগেও দিল্লির দূষণ খুব খারাপ অবস্থা ছিল। নয়ডারও অবস্থাও একই ছিল। কলকাতায় শীতের দাপট থাকলেও তাপমাত্রা আজ সামান্য বাড়ল। তাপমাত্রা সর্বনিম্ন ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্র অনুয়ায়ী জানা গিয়েছে, কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া কিছুটা বাধা পাচ্ছে। আর তার জন্যই তাপমাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে বড়দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
