For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগপুরে আরএসএসের সদর দফতরে হামলার ছক জইশের! তথ্য পেতেই high alert জারি

বড়সড় নাশকতার আশঙ্কা! নাগপুরে (Nagpur) আরএসএসের সদর দফতরে (RSS Headquarter) জঙ্গি হামলার (Terrorist Attack) আশঙ্কা। ইতিমধ্যেই হামলার সমস্ত ছক তৈরি হয়ে গিয়েছে বলেও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

  • |
Google Oneindia Bengali News

বড়সড় নাশকতার আশঙ্কা! নাগপুরে (Nagpur) আরএসএসের সদর দফতরে (RSS Headquarter) জঙ্গি হামলার (Terrorist Attack) আশঙ্কা। ইতিমধ্যেই হামলার সমস্ত ছক তৈরি হয়ে গিয়েছে বলেও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

জৈশ-ই-মহম্মদের জঙ্গিরা ইতিমধ্যে হামলার রেইকি সেরে ফেলেছে বলেও চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। আর এরপরেই দফতরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই ঘটনা সামনে আসার পরেই আরএসএসের সদর দফতরের নিরাপত্তা আরও আঁটসাঁট করা হয়েছে।

ড্রোন ওড়ায় নিষেধাজ্ঞা

ড্রোন ওড়ায় নিষেধাজ্ঞা

নাগপুরের পুলিশ কমিশনার অমিতেস কুমার বলেন, জইশ ই মহম্মদের জঙ্গিরা এই হামলা চালাতে পারে। ইতিমধ্যে রেইকিও নাকি তারা সেরে ফেলছে। গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত তথ্য তাঁদের হাতে আসে বলে দাবি ওই পুলিশকর্তার। আর এরপরেই দফতরের সুরক্ষা ব্যবস্থাকে বাড়ানো হয়েছে। নাগপুরে আরএসএসের অফিসের ছবি তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও অফিসের চারপাশে ড্রোন ওড়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি। এছাড়াও সদর দফতরের ঢোকা বেরনোর উপর নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া পুলিশ বাড়তি মাত্রায় মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারি বাড়ানো হয়েছে। আরএসএসের বিরুদ্ধে ব্যক্তিদেরও নিরাপত্তা বাড়ানো হতে পারে বলে খবর।

নাশকতার ছক কষছে জঙ্গিরা

নাশকতার ছক কষছে জঙ্গিরা

নতুন বছরের শুরুতে ভোটমুখী পাঁচ রাজ্যে নাশকতার ছক কষছে জঙ্গিরা। সেই সঙ্গে রাজধানী দিল্লির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ছানকেও টার্গেট করছে তারা। একাধিক জঙ্গি সংগঠনের কাছ থেকে এমনই তথ্য হাতে পেয়েছে জঙ্গিরা। তারপরেই নড়ে চড়ে বসেছে নিরাপত্তা কেন্দ্র। ভোটমুখী ৫ রাজ্যের পুিলশ প্রশাসনকে সতর্ক করা হয়েছে। গোয়েন্দারা জানতে পেেরছে ভোটমুখী রাজ্যে বড় বড় নেতা এবং হেভিওয়েটদের আনাগোনা বাড়বে। সেই সুযোগের ব্যবহার করবে জঙ্গিরা। আর সেই কারনে রেল স্টেশন, ধার্মিক জায়গা, গুরুত্বপূর্ণ জায়গাগুলিকে নাকি জঙ্গিরা বেছে নিয়েছে। এমনটাই চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে।

সুরক্ষা এজেন্সিগুলিকে অ্যালার্টে থাকতে বলা হয়েছে

সুরক্ষা এজেন্সিগুলিকে অ্যালার্টে থাকতে বলা হয়েছে

প্রজাতন্ত্র দিবস এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হতে পারে জঙ্গি হামলা। আর এই তথ্য সামনে আসার পরেই এজেন্সিগুলি সুরক্ষা ব্যবস্থাকে বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, একাধিক রাজ্যকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। বিশেষ করে যে সমস্ত রাজ্যে ভোট রয়েছে সেখানে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে সেখানকার প্রশাসনকে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে থাকা এজেন্সিগুলি যাতে একসঙ্গে কাজ করে সেজন্যে নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত তথ্য সঠিক সময়ে যাতে দেওয়া হয় সে বিষয়েও অ্যালার্ট করা হয়েছে। শুধু তাই নয়, যে কোনও পরিস্থিতির জন্যে তৈরি থাকার কথাও বলা হয়েছে।

English summary
Terrorists may attack RSS headquarter in Nagpur, high alert
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X