For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লুধিয়ানা জেলার আদালতের ওয়াশরুমে বিস্ফোরণ, মৃত্যু ২, আহত ৫

লুধিয়ানা জেলার আদালতের ওয়াশরুমে বিস্ফোরণ, মৃত্যু ২, আহত ৫

  • |
Google Oneindia Bengali News

মামলার শুনানি চলার সময় আচমকাই কেঁপে উঠল লুধিয়ানা জেলা আদালত। ভয়াবহ বিস্ফোরণে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

 লুধিয়ানা জেলার আদালতের ওয়াশরুমে বিস্ফোরণ, মৃত্যু ২, আহত ৫

জানা গিয়েছে, আদালতের চারতলায় শৌচালয়ে বিস্ফোরণ হয়েছে বলে। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ বিস্ফোরণটি হয়। মনে করা হচ্ছে, কোনও শক্তিশালী বিস্ফোরক দিয়েই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। তবে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। দমকল বাহিনী উপস্থিত রয়েছে ঘটনাস্থলে রয়েছে। এলাকায় বিস্ফোরণের শব্দ শুনে আদালতের বাইরে ভিড় জমে যায়। ঘটনাস্থল থেকে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছএ, যে ছয়তলা ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে।

বোমা বিস্ফোরণে ফলে বাথরুমের দেয়াল ভেঙে - গুঁড়িয়ে যায়, এমনকি জানালার কাঁচও ভেঙে যায়। বৃহস্পতিবার আইনজীবীদের ধর্মঘট ছিল । তাই, বিস্ফোরণের সময় আদালত কমপ্লেক্সে মাত্র কয়েকজনই ছিলেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

চলতি বছরের ৯ ডিসেম্বর, রাজধানীর রোহিণী আদালতের কোর্টরুমে বিস্ফোরণ হয়। বোমা ফেটে জখম হয়েছিল ১ কনস্টেবল। সকালে এজলাসের ভিতর বিস্ফোরণ হয়। পরিত্যক্ত ল্যাপটপ ব্যাগের মধ্যে টিফিন কৌটোয় রাখা ছিল সাদা পাউডার জাতীয় বিস্ফোরক ছিল। বিস্ফোরণ ঘটাতে আইইডি-র ব্যবহার হয়েছিল।বিস্ফোরণের খবর পেয়ে NSG, ফরেনসিক দল ও দমকলে পৌঁছেছিলেন। আদালত চত্বর ফাঁকা করে দেওয়া হয়। বিস্ফোরণের জেরে সেদিন বন্ধ হয়ে যায় আদালতের কাজ।

এরপরে ২০ ডিসেম্বর পুলিশ হেফাজতে আত্মহত্যার চেষ্টা করেন রোহিণী আদালতে বিস্ফোরণকাণ্ডে ধৃত অভিযুক্ত। বিস্ফোরণকাণ্ডে শুক্রবার ডিআরডিও-র বিজ্ঞানী ভারতভূষণ কাটারিয়াকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জানিয়েছে, গবেষক জেরায় বয়ান বদল করে মোড় অন্যদিকে ঘরানোর চেষ্টা করছে। তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশের সূত্রে দাবি করা হয়। তারপর তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়।

English summary
terrible explosion in ludhiana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X