For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে তুষার ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ জওয়ান, নিখোঁজ বহু

জম্মু কাশ্মীরে দুটি আলাদা আলাদা তুষার ধসে চাপা পড়ে মারা যান ১৫ জন সেনা জওয়ান। নিখোঁজ বহু।

  • |
Google Oneindia Bengali News

শ্রীনগর, ২৬ জানুয়ারি : গতকাল ও আজ মিলিয়ে পর পর দুটি তুষার ধসে জেরবার জম্মু কাশ্মীরের গুরেজ। প্রবল তুষার ধসের কবলে পড়ে যায় সেখানের সেনা ক্যাম্প। দুটি আলাদা আলাদা তুষার ধসে চাপা পড়ে কাশ্মীরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ । খোঁজ মিলছে না বহু সেনা কর্মীর। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্করও।

এর আগে জানা যায় বহু সেনাকর্মী তথা জওয়ানরা তুষার ধসের কবলে পড়ে যান। অনেককেই খুঁজে পাওয়া যায়নি গতকাল। অন্যদিকে সেনার তল্লাশি অভিযানে অনেকজন সেনা জওয়ানকে উদ্ধার করা গেছে জীবন্ত অবস্থায়। তাদের মধ্যে উদ্ধার হওয়া ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। গতকাল থেকেই সেরাজ্যে আবহাওয়া খুবই খারাপ। চলছে প্রবল তুষারপাত। এরই মধ্যে সেনার তরফে ক্রমাগত নিখোঁজ সেনাদের খুঁজে বের করতে চলেছে তল্লাশি অভিযান।

কাশ্মীরে তুষার ধসে মৃত ১০ জওয়ান, নিখোঁজ বহু

মৃতদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনার 'মেজর' অমিত সাগর। গতকালই তিনি ও আরও ৪ জন তুষার ধসের কবলে পড়ে যান বলে খবর। তুষার ধসে আহত হন এই ৪ জন সেনা। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল'মেজর' অমিত সাগর সহ বাকিরা সকলেই তুষারের মধ্যে চাপা পড়ে যান। সে সময় তাঁরা কাশ্মীরের গান্দেরবাল জেলার সোনমার্গের সেনা ক্যাম্পে ছিলেন। জানা যায়, তখনই প্রবল বেগে ধেয়ে আসে তুষার ধস। এদিকে কাশ্মীরের বান্দিপোড়ায় তুষার ধসে আক্রান্ত হয়ে বাড়ির মধ্যে আটকে পড়ে মারা যায় একই পরিবারের ৪ জন।

English summary
Ten soldiers were killed as two avalanches hit Gurez Sector of Kashmir, an army official said on Thursday. An avalanche hit an army camp in Gurez sector of Bandipora.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X