তেলেঙ্গানার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধীর সভার অনুমতি দিল না হাইকোর্ট
তেলেঙ্গানার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ঠাকুর অডিটোরিয়ামে রাহুল গান্ধী ও শিক্ষিত বেকার যুবকদের মধ্যে আলোচনার অনুমতির জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একাংশ তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন করেছিল৷ বুধবার সেই আবেদন খারিজ করেছে তেলেঙ্গানা হাইকোর্ট!
হাইকোর্ট বুধবার ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা দায়ের করা একটি আবেদন খারিজ করেছে, যেখানে ওসমানিয়ার ঠাকুর অডিটোরিয়ামে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং ছাত্র ও বেকার যুবকদের মধ্যে মুখোমুখি আলোচনার অনুমতি চাওয়া হয়েছিল৷

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে না'
ছাত্ররা চেয়েছিলেন কোর্ট এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে নির্দেশ দিক। আগামী ৭ মে ঠাকুর অডিটোরিয়ামে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সঙ্গে কথা বলার বিষয়টি স্থির ছিল! এই আবেদনের শুনানির সময়, হাইকোর্ট বলেছে, 'প্রস্তাবিত বৈঠকের উদ্দেশ্য, যা আবেদনকারীদের মতে রাহুল গান্ধীর সঙ্গে ছাত্রদের মুখোমুখি আলোচনা হবে রাজনৈতিক চাপ ও বিষয় ব্যতীত বলা যাবে না। সভাটি শুঅু অ্যাকাডেমিক কার্যকলাপের জন্য তা প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য নেই! এদিন আদালত আরও স্পষ্ট ভাষায় বলে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে না।'

বিশ্ববিদ্যালয়ের রেজোলিউশন ভাঙবে না হাইকোর্ট!
তেলেঙ্গানা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া রায়এ আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলে তা বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের ১৫৯১এইচ সভার ৬ নং রেজুলেশনের লঙ্ঘন করা। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ১৪ ও ইতিবাচক সমতা নিশ্চিত করে, কোনও প্রকার নেতিবাচক সমতা নয়। আবোন কারীরা বলেছেন, যে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য কার্যক্রমের অনুমতি দেওয়া হয় বলে এই আদালত বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের রেজোলিউশন লঙ্ঘন করে প্রস্তাবিত সভার অনুমতি দিতে পারে না।

রাহুল গান্ধীকে নিয়ে নতুন বিতর্ক !
প্রসঙ্গত, যখন তেলেঙ্গানায় এ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে ঠিক তখনই সোশ্যাল মিডিয়াতে রাহুল গান্ধীকে নিয়ে নতুন এক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি ফেসবুক টুইটারে বিজেপি নেতারা রাহুলের একটি ভিডিও ও ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে পাব (বার-এ) সময় কাটাচ্ছেন রাহুল গান্ধী৷ বিজেপি নেতারা ওই ভিডিও শেয়ার করে দাবি করছেন এটি নেপালের একটি বার যেখানে অবসর সময় কাটাচ্ছেন রাহুল গান্ধী। এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও এই দাবি বা ভিডিওর সত্যতা যাঁচাই করেনি ওয়ানইন্ডিয়াবাংলা।
'১১ বছরে বাংলায় যা কাজ হয়েছে, ক্ষমতা থাকলে সামনে এসে দাঁড়াক' নাম না করে মোদী-শাহকে চ্যালেঞ্জ মমতার