For Quick Alerts
For Daily Alerts
বিয়ের আসরে তারস্বরে বাজছিল মাইক, সাতপাকে ঘোরার সময়ই মৃত্যু বরের
বিয়েতে সাত পাক ঘোরার সময়ই মৃত্যু হল বরের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার নিজামবাদ জেলাতে। জানা গিয়েছে, বরযাত্রীতে প্রচণ্ড উচ্চস্বরে ডিজে মিউজিক বাজছিল আর তাতেই অসুস্থ বোধ করেন ২৫ বছরের ওই যুবক। এরপর বিয়ের রীতি অনুযায়ী সাত পাক ঘোরার সময়ই তিনি মারা যান।

বিয়ের কয়েক ঘণ্টা পরই এম গণেশের মৃত্যু হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। গণেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকরা জানিয়েছেন যে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
হায়দরাবাদ থেকে ২০০ কিমি দূরে বোধান শহরে এই দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার গণেশের বিয়ে ছিল। গণেশের পরিবার জানিয়েছে, বরযাত্রীরা দেরি করে বিয়ের জন্য বের হয়। বরযাত্রীরা প্রচণ্ড জোরে ডিজে মিউজিক বাজাচ্ছিল, সেই সময়ই অসুস্থ বোধ করেন গণেশ।