For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস-বিজেপি বর্জিত তেলাঙ্গানায় ভোটের ব্যবধানে নজর কাড়লেন কারা

মধ্যপ্রদেশ , ছত্তিশগড়, রাজস্থানে বিজেপির শক্ত ঘাঁটিতে থাবা বসিয়ে গড় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশ , ছত্তিশগড়, রাজস্থানে বিজেপির শক্ত ঘাঁটিতে থাবা বসিয়ে গড় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। ছত্তিশগড়, মদ্য়প্রদেশের মতো গোবলয়ে ফের একবার দাপট কায়েম করে কংগ্রেস বিজয় নিশান ওড়ালেও তাদের হতাশ করেছে দাক্ষিণাত্যের তেলাঙ্গানা ও উত্তরপূর্বের মিজোরাম। তেলাঙ্গাায় গঠিত হয়েছে অবিজেপি, অকংগ্রেসি সরকার। কে চন্দ্র শেখর রাওয়ের তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি আগামী দিনে ভারতীয় রাজনীতিতে রাস্তা দেখাবে বলেও দাবি করা হচ্ছে এই বিজয়ী দলের পক্ষ থেকে।
একনজরে দেখে নেওয়া যাক এই রাজ্য থেকে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী ও ও কম ব্যাবধানে বিজয়ীদের তালিকা।

কংগ্রেস-বিজেপি বর্জিত তেলাঙ্গানায় ভোটের ব্যবধানে নজর কাড়লেন কারা

তেলাঙ্গানার সিদ্দিপেট থেকে টিআরএস-এর থান্নিরু হরিশ রাও জিতেছেন ১১৮৬৯৯ ভোটের ব্যবধানে।

ওয়ার্ধনাপেট থেকে টিআরএস-এর জিতেছেন আরুরি রমেশ ৯৯৩৪০ ভোটের ব্যবধানে।

সির্সিলা কেন্দ্র থেকে জিতেছেন কলাবকু্তলা তারকা রামা রাও ৮৯০০৯ ভোটের ব্যবধানে।

মেদাচ্চল থেকে টিআরএস-এর মাল্লা রেড্ডি জিতেছে ৮৭৯৯০ ভোটের ব্যাবধানে।

বাহাদুরপুরা থেকে আইএমআইএম পার্টির মোজাজেম খান জিতেছেন ৮৩৫১৮ ভোটের ব্যবধানে।

কংগ্রেস-বিজেপি বর্জিত তেলাঙ্গানায় ভোটের ব্যবধানে নজর কাড়লেন কারা

অন্যদিকে, তেলাঙ্গানার বেশ কয়েকটি কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যেখানে সবচেয়ে কম ভোটের ব্যবধানে বিজয়ী প্রার্থীরা জয়লাভ করে নজর কেড়েছেন।

কংগ্রেস-বিজেপি বর্জিত তেলাঙ্গানায় ভোটের ব্যবধানে নজর কাড়লেন কারা

অসিফাবাদের কংগ্রেসপ্রার্থী আথরাম সাক্কু জিতেছেন ১৭১ টি ভোটে।

ইব্রাহিম পতনমের কিশাণ রেড্ডি জিতেছেন ৩৭৬টি ভোটের ব্।বধানে।

ধর্মপুরী কেন্দ্র থেকে টিআরএস-এর এশ্বর কাপ্পুলা জিতেছেন ৪৪১ টি ভোটে।

অম্বরপেট কেন্দ্র থেকে টিআরএসএর কলেরু ভেঙ্কটেশাম জিতেছেন ১০১৬ ভোটে।

English summary
Telangana Assembly Election 2018 latest update, know the winners in highest and lowest margin.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X