নীতীশের বিদায় ঘণ্টা বাজিয়ে লালুপ্রসাদের মুক্তি তিথি বাতলে দিলেন তেজস্বী যাদব
এর আগে পশুখাদ্য কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে একটি মামলায় জামিন পেয়েছিলেন অক্টোবরের ৯ তারিখ। তবে আরও একাধইক মামলায় এখনও মুক্তি মেলেনি। তাই হাজতেই থাকতে হচ্ছে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে। তবে এই আবহেই লালুপ্রসাদ যাদবের মুক্তি তিথি বাতলে দিলেন তেজস্বী যাদব। পাশাপাশি নীতীশ কুমারেরও বিদয় ঘণ্টা বাজিয়ে দেন তেজস্বী।

৯ নভেম্বরের লালুপ্রসাদ রাঁচির জেল থেকে মুক্তি পাবেন
এদিন তেজস্বী যাদব দাবি করেন যে নভেম্বরের ৯ তারিখ লালুপ্রসাদ রাঁচির জেল থেকে মুক্তি পাবেন। এছাড়া ১০ নভেম্বর বিহার নির্বাচনের ফল প্রকাশের দিন। সেদিনই বিহারের গদিতে নীতীশের শেষ দিন হবে বলে জানিয়ে দেন তেজস্বী যাদব। উল্লেখ্য, দুর্নীতি মামলার প্রেক্ষিতে জামিনের মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ৯ নভেম্বর। তারপর দিনই বিহার নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার কথা।

নীতীশ কুমারের বিদায় ঘণ্টা
এদিন তেজস্বী যাদব বলেন, 'লালুপ্রসাদ ইতিমধ্যেই একটি মামলায় জামিন পেয়ে গিয়েছেন। ওনার জামিনের মামলার আগামী শুনানী ৯ নভেম্বর। সেদিনই তিনি বাকি জামিন পেয়ে হাজত থেকে মুক্ত হবেন। এবং সেদিনই আমার জন্মদিনও বটে। এরপর দিনই নীতীশ কুমার নির্বাচনে হেরে বিহারের মসনদ থেকে বিদায় নেবেন।'

দুর্নীতির অভিযোগ নীতীশ কুমারের বিরুদ্ধে
এদিন তেজস্বী যাদব নীতীশ কুমার নেতৃত্বাধীন সরকারের দুর্নীতির উল্লেখ করেন। তাছাড়া রাজ্যে চাকরি নেই, পরিযায়ী শ্রমিকদের মনে শান্তি নেই। এসব ইস্যুতেই নীতীশ কুমারকে পরপর তোপ দাগেন তেজস্বী যাদব। তিনি বলেন, 'নীতীশজি আপনি এবার ক্লান্ত হয়ে পড়েছেন। আপনি আর বিহারের খেয়াল রাখতে সক্ষম হবেন না।'

ফের ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি
এছাড়া এদিন ফের ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতির উল্লেখ করেন তেজস্বী। আরজেডি নেতা বলেন, 'যেই সরকার ১৫ বছর ধরে আপনাদের চাকরি দিতে পারেনি, কর্মসংস্থান দিতে পারেনি, সেই সরকার আগামী পাঁচ বছরে সেই প্রতিশ্রুতি পালন করবে, এর কোনও গ্যারান্টি নেই। রাজ্যে বর্তমানে চাকরি নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, শিক্ষার পরিকাঠামো নেই।'

লালুর হাজতবাস
প্রসঙ্গত, ১৯৯২-৯৩ সালে অবিভক্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ। সেইসময় চাইবাসা জেলার সরকারি কোষাগার থেকে ৩৩.৬৭ কোটি টাকা পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৮-র জানুয়ারিতে রাঁচির বিশেষ সিবিআই আদালত লালুকে দোষীসাব্যস্ত করে। পাঁচ বছরের কারাদণ্ডের রায় শোনায় আদালত। পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
নীতীশের 'ড্রাই স্টেট'-এ 'মদ' বিতর্ক, নির্বাচনী ময়দানে ভিড় টানতেই কি শিথিল নিষেধাজ্ঞা?