For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাইমস নাও-এর জনমত সমীক্ষা কী বলছে, কে জিতবে তামিলনাড়ু-পণ্ডিচেরি

  • |
Google Oneindia Bengali News

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল কেমন হতে চলেছে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করল টাইমস নাও। তাঁদের তরফে একটি জনমত সমীক্ষার ফলাফল এদিন প্রকাশ করা হয়েছে, তাতে ইঙ্গিত রয়েছে, এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল কেমন হতে চলেছে সেই সম্পর্কে। পাশাপাশি পণ্ডিচেরির জনমত সমীক্ষাও তুলে ধরা হয়েছে একইসঙ্গে।

টাইমস নাও-এর জনমত সমীক্ষা কী বলছে, কে জিতবে তামিলনাড়ু

আগামী ৬ এপ্রিল এক দফায় তামিলনাড়ুতে ভোট হবে। ১৯৬৭ সালের পর থেকে তামিলনাড়ুর রাজনীতিতে কখনও এআইএডিএমকে অথবা ডিএমকে শাসনভার সামলেছে। তবে গত কয়েকবছরে স্থানীয় ছোটদলগুলিও উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। যার মধ্যে অন্যতম টিটিভি দিনাকরণের এএমএমকে।

কংগ্রেস, বামদলগুলিকে সঙ্গে নিয়ে ভালো ফলের আশায় বুক বেঁধেছে এমকে স্তালিনের ডিএমকে। এদিকে ২০১৬ সালের ফলাফলের পুনরাবৃত্তি করতে চাইছে ই পালানিস্বামীর এআইএডিএমকে।

টাইমস নাওয়ের জনমত সমীক্ষা চলেছে ১৭ ও ২২ মার্চ মোট ৮৭০৯ জনের ওপরে। তাতে দেখা যাচ্ছে, ডিএমকের নেতৃত্বাধীন ইউপিএ জোট ১৭৩ থেকে ১৮১ টি আসন পেতে পারে।

এদিকে এআইএডিএমকের নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে ৪৫ থেকে ৫৩ টি আসন। এছাড়া এমএনএম ১-৫টি আসন, এএমএমকে ১-৫টি আসন, অন্যান্যরা ০-৪টি আসন পেতে পারে।

শুধু বেশি আসন পাওয়াই নয়, মুখ্যমন্ত্রী হিসাবেও এগিয়ে রয়েছেন ডিএমকে-ক এমকে স্তালিন। ৪৩.১ শতাংশ মানুষ চাইছেন তিনি মুখ্যমন্ত্রী হোন। পালানিস্বামীকে চাইছেন ২৯.৭ শতাংশ মানুষ। এছাড়া শশীকলাকেও ৮.৪ শতাংশ মানুষ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছেন।

এদিকে পণ্ডিচেরিতে দেখা যাচ্ছে উল্টো ফল। ৩০টি আসনের মধ্যে ১৯-২৩টি আসন পেয়ে প্রথমবার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ওদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ পেতে চলেছে ৭-১১টি আসন।

ভোট শতাংশের বিচারে পণ্ডিচেরিতে এনডিএ ৪৭.২ শতাংশ ভোট পেতে পারে। ইউপিএ পেতে পারে ৩৯.৫ শতাংশ ভোট। স্থানীয় ছোটদলগুলি বিশেষ সুবিধা করতে পারবে না বলেই মনে করা হচ্ছে।

English summary
Tamil Nadu Assembly Election Opinion Poll by Times Now says win for UPA alliance of DMK
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X