For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষায় পাল্লা ভারী ডিএমকে-কংগ্রেস জোটের

  • |
Google Oneindia Bengali News

বাংলার পর পর জনসমত সীমক্ষায় দেখা গিয়েছে এখনও তৃমমূল বনাম বিজেপির মূল লড়াইয়ে বিজেপি বিরোধী তৃণমূল এগিয়ে। এদিকে , কৃষি আন্দোলন গ্যাসের দামের বৃদ্ধি, জ্বালানির বৃদ্ধির মতো ঘটনার পর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে , সেখানে এগিয়ে রয়েছে কংগ্রেস ও ডিএমকে।

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন

তামিলনাড়ু বিধানসভা নির্বাচন

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এবার সম্ভবত বিজেপি -এআইএডিএমকে জোটের পতন নিশ্চিত। টাইমস নাও সিভোটারের জনমত সমীক্ষা বলছে, ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সম্ভবত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ১৫৮ টি আসনের দখলে রাখবে। যা ২০১৬ সালের ভোটের নিরিখে ৬০ টি আসনের বৃদ্ধি বলে গণ্য করা হচ্ছে।

বিজেপির খাতে বড় ধাক্কা

বিজেপির খাতে বড় ধাক্কা

এদিকে, তামিলনাড়ুর ভোটের জনমত সমীক্ষা বলছে বিজেপির খাতে বড়সড় ধাক্কা রয়েছে। সেখানে বিজেপি -এআইএডিএমকের ঝুলি থেকে সম্ভত ৬৫ টি আসন সরে জেতে পারে। ২০১৬ সালে পার্টি জিতেছিল ১৩৬ টি আসন। তার থেকে ৬৫ আসন কমে যাওয়া বিজেপির দূর্গে বড়সড় ধাক্কা।

তামিলভূমে পছন্দের মুখ্যমন্ত্রী কে?

তামিলভূমে পছন্দের মুখ্যমন্ত্রী কে?

দেখা গিয়েছে, তামিলনাড়ুতে পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে রয়েছে এআইএডিএমকে ই পালানিস্বামী ও ডিএমকে প্রধান স্ট্যালিন। পালানিস্বামীর পক্ষে পড়েছে ৩১ শতাংশ সমর্থন। আ স্ট্যালিন পেয়েছেন ৩১ শতাংশ। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিসাবে কমল হাসানকে ৭.৪ শতাংশের পছন্দ।

তামিলভূমে ভোট

তামিলভূমে ভোট

আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুতে ২৩৪ আসনে ভোট সম্পন্ন হবে। ভোটের ফলাফল ২ মে। প্রসঙ্গত, ২৩৪ আসনে এক দফাতেই ভোট পর্ব শেষ হবে। রাজ্যের ষোড়শ বিধানসভায় প্রার্থী বাছাই করবেন প্রায় ২৮,২৩,9৪৯ জন ভোটার। কোভিড পরিস্থিতিতে ভোট ঘিরে একাধিক বন্দোবস্ত রাখছে সেখানের পালানিস্বামী সরকার। প্রসঙ্গত, ভোটারদের গ্লাভসের বন্দোবস্ত থাকছে বলে খবর।

English summary
Tamil Nadu Assembly Election 2021, Times Now-C-Voter opinion poll suggests DMK-Congress may win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X