For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বুরেভি, হাই অ্যালার্ট জারি একাধিক উপকূলবর্তী রাজ্যে

Google Oneindia Bengali News

শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'বুরেভি'৷ বুধবার এমনটাই জানাল শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ৷ আজ সন্ধে ৭টা থেকে রাত ১০ দশটার মধ্য়ে এই ঘূর্ণিঝড়় শ্রীলঙ্কার পূর্ব উপকূলে আছড়ে পড়বে৷ যার জেরে বন্য়া সহ বহু ক্ষয়ক্ষতি হতে পারে৷ শ্রীলঙ্কার পূর্ব উপকূলের আশপাশ থেকে সব বাসিন্দাদের ইতিমধ্য়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷

নিভার সরে যেতেই আরও এক নিম্নচাপ

নিভার সরে যেতেই আরও এক নিম্নচাপ

মৌসম ভবন জানিয়েছে, নিভার সরে যেতেই আরও এক নিম্নচাপ শক্তি বাড়াচ্ছিল। তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, এবার ঘূর্ণিঝড় বুরেভির অভিমুখ কেরলের দিকে। সতর্কবার্তায় বলা হয়েছে বুধবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা উপকূলের কাছে পৌঁছে যাবে। তারপর এটি বৃহস্পতিবার দুপুর নাগাদ কন্যাকুমারীতে আছড়ে পড়তে পারে। সে জন্য তৈরি থাকতে বলা হয়েছে নৌ বাহিনীকে।

তামিলনাড়ু উপকূলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে

তামিলনাড়ু উপকূলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে

এদিকে, মৌসম ভবন থেকে তামিলনাড়ু উপকূলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে৷ বুরেভি শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে আসার সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্য়ে ঘূর্ণিঝড় বুরেভির জেরে কেরল ও তামিলনাড়ুর একাংশে ভারী বৃষ্টি শুরু হয়েছে৷ সাইক্লোন 'বুরেভি' বর্তমানে ৭০ থেকে ৮০ কিলোমিটার প্রতিঘণ্টার গতিতে ধেয়ে আসছে বলে খবর। তবে এর গতি উপকূলের কাছে আসতেই ৯০ কিলোমিটার গতিতে বইবে বলে জানা গিয়েছে।

প্রবল বর্ষণের আশঙ্কা

প্রবল বর্ষণের আশঙ্কা

আজ প্রায় সারা দিনই তামিলনাড়ু, পুদুচেরি, মাহে, কারইকানালে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়াও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, লাক্ষাদ্বীপেও প্রবল বর্ষণের আশঙ্কা থেকে যাচ্ছে। জানা গিয়েছে, কেরলের পথনামথিট্টা, আলাপুঝা, তিরুঅনন্তপুরম, কোল্লামে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সেখানে ৩ রা ডিসেম্বর পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।

প্রস্তুত শ্রীলঙ্কাও

প্রস্তুত শ্রীলঙ্কাও

এদিকে শ্রীলঙ্কার বিপর্যয় মোকাবিলা মন্ত্রী চামাল রাজাপাকসা তাঁদের সংসদে জানিয়েছেন, সুরক্ষার জন্য় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ পূর্ব উপকূলের সমুদ্রে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মৎস্য়জীবীদের যেতে নিষেধ করা হয়েছে৷ আগামী শুক্রবার পর্যন্ত পূর্ব শ্রীলঙ্কার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে৷

ভারী বৃষ্টি শুরু হয়েছে শ্রীলঙ্কায়

ভারী বৃষ্টি শুরু হয়েছে শ্রীলঙ্কায়

জেলার সচিব স্তরে ১ মিলিয়ন শ্রীলঙ্কান মুদ্রা বরাদ্দ করা হয়েছে৷ বুরেভির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য় এই টাকা খরচ করা হবে৷ এমনকি যাঁদের বাড়িঘর নষ্ট হবে, তাঁদের আশ্রয়ের জন্য়ও এই টাকা থেকে খরচ করা হবে৷ বুধবার সকাল থেকেই পূর্ব শ্রীলঙ্কার উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে৷

<strong>কেন রাত পেরোতেই বদলে গেল তৃণমূল-শুভেন্দু রসায়ন? পট পরিবর্তনের নেপথ্যে কোন কারণ?</strong>কেন রাত পেরোতেই বদলে গেল তৃণমূল-শুভেন্দু রসায়ন? পট পরিবর্তনের নেপথ্যে কোন কারণ?

English summary
Tamil nadu and Kerala on high alert as Cyclone Burevi likely to make landfall on Sri Lankan coast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X