For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দি বলয়ে বিজেপি-কে মাত কংগ্রেসের, তেলেঙ্গানা ও মিজোরমে গোলাপী-সবুজ রঙের দাপট

লোকসভার সেমিফাইনাল। এই নামেই অভিহিত করা হয়েছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। কারণ, ২০১৮-তে এই পাঁচ রাজ্যে নির্বাচনের পর আর কোনও ভোট নেই।

Google Oneindia Bengali News

লোকসভার সেমিফাইনাল। এই নামেই অভিহিত করা হয়েছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। কারণ, ২০১৮-তে এই পাঁচ রাজ্যে নির্বাচনের পর আর কোনও ভোট নেই। নতুন বছরের শুরুতেই একের পর এক নির্বাচন। সবচেয়ে বড় রাজনৈতিক ইভেন্ট অবশ্যই সাধারণ নির্বাচন। যা নিয়ে ইতিমধ্যেই প্রচার শুরু হয়ে গিয়েছে।

স্বাভাবিকভাবেই এই পাঁচ রাজ্যের নির্বাচনের একটা বড় প্রভাব থাকবে। কারণ , এই যাত্রায় যে পাঁচটি রাজ্যে নির্বাচন হয়েছে তারমধ্যে তিনটি রাজ্যই হিন্দি বলয়ে। বাকি দু'টি রাজ্যের একটি দক্ষিণে এবং অপরটি উত্তর-পূর্ব ভারতে হলেও এই মুহূর্তে দেশের রাজনীতিতে এদের ভূমিকাও উড়িয়ে দেওয়া যায় না। এই ৫ রাজ্যের নির্বাচনে অবশ্যই সবচেয়ে বড় দ্বৈরথ ছিল তিন রাজ্যে কংগ্রেস ও বিজেপি-র লড়াই। এক নজরে দেখে নেওয়া যাক পাঁচ রাজ্যের ভোটের ফল।

রাজস্থান

রাজস্থান

এই রাজ্যে ২০০টি বিধানসভা আসন রয়েছে। কিন্তু এক প্রার্থীর প্রয়াণে ভোটগ্রহণ হয়েছে ১৯৯টি আসনে। এখন পর্যন্ত এই রাজ্যে গণনার ফলের যা ট্রেন্ড তাতে কংগ্রেস সরকার গঠনের পথে এগিয়ে রয়েছে। বিজেপি এই রাজ্য়ের শাসন ক্ষমতা হারিয়ে বিরোধী দলের ভূমিকায় বসতে চলেছে। এখন পর্যন্ত পাওয়া খবরে রাজস্থানে কংগ্রেস ৪২টি আসনে এগিয়ে রয়েছে। জয়ী হয়েছে ৫৮টি আসনে। মোট ১০০টি আসন রয়েছে কংগ্রেসের নামের পাশে। বিজেপি ৩৭টি আসনে এগিয়ে রয়েছে এবং জয়ী হয়েছে ৩৭টি আসনে। মোট ৭৪টি আসন রয়েছে গেরুয়া দলের নামের পাশে। অন্য়ান্য দলগুলি ১৪টি আসনে জয়ী হয়েছে এবং ১১টি আসনে এগিয়ে রয়েছে।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

এই রাজ্যে কংগ্রেস ও বিজেপি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ২৩০ বিধানসভা আসনের এই রাজ্যে এখন পর্যন্ত পাওয়া খবরে কংগ্রেস ১০৭টি আসনে এগিয়ে রয়েছে এবং তাদের জয় ঘোষণা হয়েছে ৫টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ১০১টি আসনে। তাদের জয় ঘোষণা হয়েছে ৯টি আসনে। ফলে গেরুয়া শিবির ১১০টি আসন নিয়ে ১১২টি আসন পাওয়া কংগ্রেসের পিছনে নিঃশ্বাস ফেলছে। এছাড়া অন্যান্য দল ৮টি আসনে এগিয়ে রয়েছে।

ছত্তিশগড়

ছত্তিশগড়

এই রাজ্যে ৯০টি আসনের মধ্যে কংগ্রেসের দখলে গিয়েছে ৬৫টি। বিজেপি পেয়েছে ১৭টি। কংগ্রেসের ৬৫টি আসনের মধ্যে ১টি আসনে জয় ঘোষণা হয়েছে, বাকি ৬৪ টি তারা এগিয়ে রয়েছে। অন্য়ান্য দলগুলি ৮টি আসনে এগিয়ে রয়েছে।

তেলেঙ্গানা

তেলেঙ্গানা

১১৯ আসনের এই বিধানসভা। এরমধ্যে ৮৭টি আসন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির ঝুলিতে। কংগ্রেস পেয়েছে মাত্র ১৯টি আসন। বিজেপি-র ঝুলিতে মাত্র ১টি আসন। অন্যান্য দল পেয়েছে ১২টি আসন। বলতে গেলে এখানে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস ও তেলেগু দেশমের মহাজোট।

মিজোরম

মিজোরম

উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য়ে একমাত্র কংগ্রেসের সরকার ছিল। কিন্তু, এমএনএফ এবার স্থানীয় দল হিসাবে সবাইকে ধুয়ে-মুছে দিয়েছে। ৪০ আসনের মধ্যে এমএনএফ ২৬টি আসন ঝুলিতে পুরেছে। বিজেপি পেয়েছে মাত্র ১টি আসন। আর কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৫টি আসন। অন্যান্য দলগুলি ৮টি আসনে জয়ী হয়েছে।

English summary
5 states election counting result has come out and the result is almost declared and have given a clear picture about the 5 states current political situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X