For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্র নির্বাচন ২০১৯ : শিল্পী থেকে বিধায়ক, আদিত্য ঠাকরের উত্থান একনজরে

ঠাকরে পরিবারের তরফ থেকে সর্বকনিষ্ঠ হিসেব রাজনীতিতে প্রবেশ করা সদস্যের নাম আদিত্য ঠাকরে।

  • |
Google Oneindia Bengali News

ঠাকরে পরিবারের তরফ থেকে সর্বকনিষ্ঠ হিসেব রাজনীতিতে প্রবেশ করা সদস্যের নাম আদিত্য ঠাকরে। শিবসেনার প্রতিষ্ঠাতা, দাপুটে বাল ঠাকরের নাতি তথা উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য, পরিবারের প্রথম প্রতিনিধি হিসেবে ভোটে দাঁড়ালেন এবং জিতলেনও রেকর্ড ভোটে। এই যুবনেতার ব্যক্তিগত জীবন কিন্তু কম বর্ণময় নয়।

জন্ম ও বেড়ে ওঠা

জন্ম ও বেড়ে ওঠা

১৯৯০ সালের ১৩ জুন মুম্বইতে (তৎকালীন বোম্বাই) শিবসেনার প্রতিষ্ঠাতা দাপুটে বাল ঠাকরের নাতি তথা উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরের জন্ম। বম্বে স্কটিশ স্কুল থেকে বারো ক্লাস পেরিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ইতিহাসে বিএ করেন আদিত্য। মুম্বই-র কেসি ল কলেজ থেকে এলএলবি ডিগ্রিও লাভ করেন আদিত্য।

শিল্পী সত্ত্বা

শিল্পী সত্ত্বা

আদিত্যর দাদু তথা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে পেশায় কার্টুনিস্ট ছিলেন। বালা সাহেবের সেই শিল্পী সত্ত্বা পান আদিত্য। তিনি স্বভাব-কবি। ২০০৭ সালে আদিত্যের লেখা কবিতার বই 'দ্য থটস ইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক' বেশ চলে। সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে এরপর আরও বই লিখেন উদ্ধব-পুত্র। ২০০৮ গীতিকার হিসেবে আদিত্য ঠাকরের আত্মপ্রকাশ ঘটে। সেই সময় তাঁর লেখা একটি গানের অ্যালবামও প্রকাশ হয়।

রাজনীতিতে প্রবেশ

রাজনীতিতে প্রবেশ

বাবা তথা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের পুত্র উদ্ধব ঠাকরের হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করেন আদিত্য ঠাকরে। অচিরেই তিনি যুবসেনার (শিবসেনার যুবশাখা) সভাপতি নির্বাচিত হন। রাজনৈতিক নেতা হিসেবে মুম্বইতে আদিত্যের জনপ্রিয়তা বাড়তে থাকে।

ভোটে জয়ী

ভোটে জয়ী

২০১৯ সালের মহারাস্ট্র বিধানসভা নির্বাচনে ওরলি কেন্দ্র থেকে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেন আদিত্য ঠাকরে। প্রথম বারই প্রায় সত্তর হাজার ভোটের ব্যবধানে জিতে দেশের রাজনৈতিক মহলকে সচকিত করলেন আদিত্য। ঠাকরে পরিবারের প্রথম প্রতিনিধি হিসেবে ভোটে দাঁড়ালেন এবং জিতলেনও বটে।

মহারাষ্ট্র নির্বাচন : এন্ট্রিতেই ধামাকা, প্রায় ৭০ হাজার ভোটে জয়ী উদ্ধব পুত্র আদিত্য ঠাকরেমহারাষ্ট্র নির্বাচন : এন্ট্রিতেই ধামাকা, প্রায় ৭০ হাজার ভোটে জয়ী উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে

English summary
Take a look on the profile of Aditya Thackeray
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X