For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্টারনেটে বিতর্কিত মন্তব্য, পোস্ট করলেই গ্রেফতার নয়, ঐতিহাসিক রায়ে নির্দেশ সুপ্রিম কোর্টের

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৪ মার্চ : ইন্টারনেট, বিশেষ করে স্যোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারকারীদের পক্ষে ঐতিহাসিক রায় দিল ভারতের সর্বোচ্চ আদালত।

এদিন নিজের রায়ে সুপ্রিম কোর্ট তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৬৬এ ধারা বাতিল করল। এর ফলে ইন্টারনেটে কোনও বিতর্কিত মন্তব্য বা পোস্ট করলেই কাউকে গ্রেফতার করা যাবে না। দায়ের করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

ইন্টারনেটে বিতর্কিত মন্তব্য, পোস্ট করলেই গ্রেফতার নয়, ঐতিহাসিক রায়ে নির্দেশ সুপ্রিম কোর্টের


এর আগে বহুবার অভিযোগ উঠেছে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধির ৬৬এ ধারর অপপ্রয়োগ করছে পুলিস প্রশাসন। অভিযোগ উঠেছে, এই ধারার প্রয়োগ করে কেড়ে নেওয়া হচ্ছে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা যা ভারতীয় সংবিধানে প্রথম থেকেই সুরক্ষিত করা রয়েছে।

আদালত আজ জানিয়েছে, এই ৬৬এ ধারাটি বাক্ ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী যা সংবিধানের ১৯ (ক) ধারায় সপরক্ষিত করা রয়েছে, ফলে সার্বিকভাবেই এই আইন গণতন্ত্র বিরোধী।

শীর্ষ আদালতের মতে, তথ্য-প্রযুক্তি আইনের এই ধারা সংবিধানের প্রস্তাবিত মানুষের মৌলিক অধিকার বিঘ্নিত করেছে। তাই এই ধারাটি বাতিল করার নির্দেশ দেওয়া হল। তবে শীর্ষ আদালত এও জানিয়েছে যে, কোনও রাজ্যের সরকার এরপরও কোনও ওয়েবসাইটকে ব্লক করে দিতে পারে, যদি সেই সাইটের তথ্য কোনওভাবে সাম্প্রদায়িক ভেদাভেদ, সামাজিক অস্থিরতা সৃষ্টি করে বা সেই সাইটের তথ্য ভারতের সঙ্গে তার কোনও প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক প্রভাবিত করে। এক্ষেত্রে সেই বিতর্কিত সাইটগুলি অবশ্যই ব্লক করার অধিকার থাকছে রাজ্য সরকারগুলির।

৬৬এ ধারা অনুযায়ী, ''অত্যন্ত অশোভন বা আপত্তিজনক'' কোনও বক্তব্য বিভিন্ন যোগাযোগের মাধ্যম, যেমন সোশ্যাল মিডিয়া, টেক্সট মেসেজ বা ভিডিওর মাধ্যমে পাঠালে তা প্রচার করলে তা শাস্তি যোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়।

এই আইনের বিরোধিতা করে একাধিক পিটিশন শীর্ষ আদালতে জমা পড়ে। অভিযোগ ছিল, এই আইনের অপব্যবহার করে বাক ও মতামত প্রকাশের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে রাষ্ট্র।

মুম্বইতে বাল থ্যাকারের বিরুদ্ধে ফেসবুকে 'আপত্তিকর' মন্তব্য করার 'অপরাধে' পুলিস দুই কিশোরীকে গ্রেফতার করার পর এই আইনের বিরুদ্ধে প্রথম পিটিশনটি দায়ের করা হয়। পিটিশনটি দাখিল করেন শ্রেয়া সিঙ্ঘল নামের এক আইনের ছাত্রী।

আজ এই বিতর্কিত ৬৬এ ধারাকে সাংবিধানিকভাবে ছেঁটে ফেলে সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকারকেই প্রতিষ্ঠা দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

English summary
Supreme Court strikes down Section 66A of IT Act
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X